T20 World Cup: মিসবাও স্বীকার করেই নিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরদের ঘুম উড়িয়ে দিতে পারে রোহিত ব্রিগেডই
T20 World Cup 2024, IND vs PAK: ভারতীয় দল আগামী ৫ তারিখ প্রথম ম্য়াচে খেলতে নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে ৬ জুন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামবে পাক শিবির।

করাচি: ভারত-পাকিস্তান (IND vs PAK) ক্রিকেট মহারণ ২২ গজের সবচেয়ে হাইভোল্টেজ মহারণ। আর তা যদি বিশ্বকাপের লড়াই হয় তো কথাই নেই। আগামীকাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হলেও টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্য়াচটি হতে চলেছে আগামী ৯ জুন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ঐতিহাসিক ইনিংসের ওপর ভর করে মেলবোর্নে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। আবার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে হারতে হয়েছিল বিরাট কোহলির দলকে। তবে এবারের বিশ্বকাপের রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলই চাপ বাড়াতে পারে পাক শিবিরের ওপর। এমনটাই মনে করেন মিসবা উল হক। প্রাক্তন পাক অধিনায়ক এক সাক্ষাৎকারে বলেন, ''ভারত-পাকিস্তান ম্য়াচে কে সেদিন দাপট দেখাতে পারবে ২২ গজে, তারাই ম্য়াচে জয় ছিনিয়ে নেবে। যেই প্লেয়ার চাপ নিতে পারবে সেদিন, সেই তাঁর দলকে জয় এনে দিতে পারবে। আমার মনে হয় ম্য়াচের দিন পাকিস্তান বোলারদের সবচেয়ে সমস্যার কারণ হয়ে দাঁড়াবন বিরাট কোহলিই।''
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য মিসবা আরও বলেন, ''বিরাট কোহলি এর আগে প্রচুরবার চাপের মুখে রান করেছে। রান তাড়া করতে নেমে ম্য়াচ জেতায় ওর জুরি মেলা ভার। এছাড়াও এটাই নাকি ওর শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, এমনটাই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে প্রতিপক্ষের থেকে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিতে ওস্তাদ ও। এই ধরণের প্লেয়াররা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। পাকিস্তানের বোলারদের ওকে নিয়ে আলাদা করে ভাবতেই হবে।''
Irfan & Harbhajan preview INDvPAK | Final countdown to ICC Men's T20 World Cup | #T20WorldCupOnStar https://t.co/CLMG1eXPer
— Star Sports (@StarSportsIndia) May 31, 2024
টুর্নামেন্টে মিসবা তাঁর পছন্দে বোলার হিসেবে বেছে নিয়েছেন যশপ্রীত বুমরাকে। তিনি বলেন, ''একজন বোলারই রয়েছে, যাঁর কথা আমরা বলতে পারি। তিনি হলেন যশপ্রীত বুমরা। মিসবা বলেন, ''বুমরা দারুণ মিশ্রণ করতে পারে বলে। বিশ্বকাপের অভিজ্ঞ। আমি জানি ম্য়াচের মোড় ঘুরিয়ে দিতে পারে।''
আজ টি-টােয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়চে খেলতে নামবে ভারতীয় দল। এরপর পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্য়াচে আগামী ৯ তারিখ মুখোমুখই হবে ভারত। এবারের টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নিচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
