India vs Bangladesh: কলকাতা দখলের হুমকির মধ্যেই ২২ গজে বাংলাদেশের পরীক্ষা ভারতের বিরুদ্ধে, কার হাতে উঠবে ট্রফি?
U19 Asia Cup: গত বছর বাংলাদেশ সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল এবং তারপর শিরোপাও জিতেছিল। এবার সেই হারের প্রতিশোধ নিতে চাইবে ভারত।
দুবাই: বাংলাদেশে হিন্দু নিপীড়নের আবহে প্রত্যেক দিন আসছে চাঞ্চল্যকর খবর। শনিবারই ঢাকায় প্রাক্তন সেনাকর্মীদের হাস্যকর আস্ফালন শোনা গিয়েছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে। ৪ দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন সেনাকর্মীরা! ভারত কী জবাব দেয়, দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।
আর সেই আবহেই রবিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের (U19 Asia Cup) ফাইনালে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। গত বছর বাংলাদেশ সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল এবং তারপর শিরোপাও জিতেছিল। এবার সেই হারের প্রতিশোধ নিতে চাইবে ভারত। টিম ইন্ডিয়ার ব্যাটাররা সকলেই দুর্দান্ত ফর্মে রয়েছে। তাই অনেকেই ভারতকে কিছুটা হলেও এগিয়ে রাখছেন।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারত এখনও পর্যন্ত আটবার চ্যাম্পিয়ন হয়েছে। আবারও মুকুট জয়ের প্রধান দাবিদার টিম ইন্ডিয়াই। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশও চাইবে এই টুর্নামেন্টে জিতে নিজেদের প্রমাণ করতে। এমন পরিস্থিতিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারানোর চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে রবিবার মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং বনাম বাংলাদেশের বোলিংয়ের লড়াই হবে বলে মনে করছেন সকলে। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। জিতলেই শিরোপা টিম ইন্ডিয়ার জুনিয়রদের। নবমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিততে চায় ভারত।
আরও পড়ুন: হেডকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলে ধুন্ধুমার বাঁধালেন সিরাজ, নিন্দায় সরব গাওস্কর
ফাইনালে ওঠার পথে বাংলাদেশ সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে। দলের অধিনায়ক মহম্মদ আজিজুল হাকিম তামিম দুর্দান্ত ইনিংস খেলেছেন সেমিফাইনালে।
কাদের ম্যাচ
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইালে মুখোমুখি ভারত ও বাংলাদেশ
কবে খেলা
ম্যাচটি হবে ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার
কখন শুরু
ভারতীয় সময় সকাল ১০.৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। তার ৩০ মিনিট আগে হবে টস
কোথায় দেখবেন
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সোনি স্পোর্টস নেটওয়ার্কে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। এছাড়া সোনি লিভ অ্যাপে দেখা যাবে সরাসরি সম্প্রচার।
আরও পড়ুন: বাংলা দলের সঙ্গেই বেঙ্গালুরুতে শামি, অস্ট্রেলিয়ায় যাওয়া নিয়ে বড় আপডেট