FIFA WC 2022 Qatar : মাঠে পর্তুগাল, রিজার্ভ বেঞ্চে রোনাল্ডো; সিদ্ধান্তের কারণ জানালেন কোচ সান্তোস
Coach Fernando Santos On Benching Ronaldo : এই সিদ্ধান্তই কি ছিল তাঁর কেরিয়ারের সবথেকে কঠোর ? এই প্রশ্নের উত্তরে কী বললেন কোচ সান্তোস
দোহা : কার্যত অবাক ফুটবলপ্রেমীরা। পর্তুগাল মাঠে নামছে, আর দলে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ? কোচ ফার্নান্দো সান্তোসের সিদ্ধান্তের জেরে রাউন্ড ১৬-র গুরুত্বপূর্ণ ম্যাচে কার্যত মাঠের বাইরেই কাটাতে হল পর্তুগিজ এই তারকাকে । পরে অবশ্য সুযোগ পান। কিন্তু, রোনাল্ডো-বিহীন পর্তুগালের কথা কি এই পর্তুগিজ তারকার কেরিয়ারের শেষ লগ্নেও ভাবতে পারে তাঁর ভক্তরা বা ফুটবলপ্রেমীরা ? সম্ভবত, না। তবে, কেন এই কঠোর সিদ্ধান্ত নিতে হল তাঁকে, তা খোলসা করেছেন পর্তুগাল কোচ।
কোচের মতে, এই সিদ্ধান্ত ছিল "কৌশলগত, তার বেশি কিছু নয়।" কিন্তু, এই সিদ্ধান্তই কি ছিল তাঁর কেরিয়ারের সবথেকে কঠোর ? এই প্রশ্নের উত্তরে কোচ সান্তোস বললেন, "ওঁর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আগামীদিনেও থাকবে। রোনাল্ডো যখন স্পোটিংয়ের হয়ে ১৯ বছর বয়স থেকে খেলছেন, তখন থেকে ওঁকে চিনি। তারপর জাতীয় দলে দীর্ঘদিনের চেনা-পরিচয়।"
কোচের সংযোজন, "রোনাল্ডো আর আমি নিজেদের মধ্যে কখনোই কোচ-খেলোয়াড় সম্পর্কে ব্যক্তিগত ও মানবিক বিষয়গুলি নিয়ে বিভ্রান্ত হই না। উনি দলের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।" তিনি আরও বলেন, মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ "আরও কঠিন" হবে বলে মনে করছেন তিনি। তবে, তাঁর দলও ভাল ফর্মে রয়েছে।
এদিকে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পরিবর্ত হিসেবে নেমে মাঠে কার্যত ঝড় তুললেন নতুন পর্তুগিজ তারকা গনসালো রামোস (Goncalo Ramos)। স্যুইৎজারল্যান্ড-বধে হ্যাটট্রিক করলেন ২১-এর এই তরুণ। তাঁর পায়ের জাদুতে ভর করে কোয়ার্টার ফাইনালে উঠে গেল পর্তুগাল। ৬-১ ব্যবধানে স্যুইৎজারল্যান্ডকে হারাল তারা।
সুযোগ পেয়েই নিজেকে উজার করে দেন রামোস। পেলের পর কোনও নক-আউট ম্যাচে সবথেকে ছোট খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন। তিনি ছাড়াও পর্তুগালের হয়ে প্রতিপক্ষের জালে বল ঢোকালেন পেপে, রাফায়েল গুয়েরিরো ও রাফাল লিও। তবে, আগাগোড়া নজর কাড়লেন ২১-এর রামসো। কাড়বে না-ই বা কেন। যখন সুযোগ পেলেন, তার প্রায় সিংহভাগই কাজে লাগালেন পর্তুগালের উদীয়মান এই তারকা।
মাত্র ১৭ মিনিটের মাথাতেই স্যুইজারল্যান্ডের গোলকিপারকে অবাক করে দিয়ে জালে বল ঢুকিয়ে দেন রামোস। তখনই কোচ সান্তোসের চোখেমুখে ফুটে ওঠে আত্মবিশ্বাসের ঝলক। তিনি যে ভুল সিদ্ধান্ত নেননি, তা যেন তাঁর চোখমুখে ফুটে উঠছিল। কারণ, রামোস এমন একটা কাজ করলেন, যা বহু সাফল্যের মালিক রোনাল্ডোর কাছে অধরা। কী সেই সাফল্য ? কোনও বিশ্বকাপ নক-আউট ম্যাচে গোল করা।
আরও পড়ুন ; কোচের আস্থার মর্যাদা রাখলেন, হ্যাটট্রিক রামোসের, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল