Carles Cuadrat: ইস্তফার পর প্রথম প্রতিক্রিয়া, ইস্টবেঙ্গল ক্লাব ও সমর্থকদের উদ্দেশে কী বার্তা কুয়াদ্রাতের?
East Bengal FC: ইস্টবেঙ্গল এফসি-র কোচ হিসাবে পদত্যাগ করার পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক আবেগঘন বার্তা দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)।
কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে পরপর তিন ম্যাচে হারের ধাক্কা আর তীব্র সমালোচনার পর ইস্তফা দিয়েছেন। ইস্টবেঙ্গল এফসি-র (East Bengal FC) কোচ হিসাবে পদত্যাগ করার পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক আবেগঘন বার্তা দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। ক্লাব কর্তৃপক্ষ, সমর্থক ও তাঁর সহকারী এবং দলের খেলোয়াড়দের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সঙ্গে লাল-হলুদ বাহিনির সাফল্যও কামনা করেছেন।
প্রায় দু’মাস আগে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করা সত্ত্বেও আইএসএলের প্রথম তিনটি ম্যাচে ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের ম্যাচে পরাজয় স্বীকার করে ইস্টবেঙ্গল এফসি। এর আগে ডুরান্ড কাপেও ফাইনালে উঠতে পারেনি তারা। যার ফলে ক্লাবের সমর্থকেরাও কুয়াদ্রাতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এর পরেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন কুয়াদ্রাত। গত সোমবার দুপুরে এই ঘোষণা করে ক্লাব কর্তৃপক্ষ। জানানো হয়, আপাতত কুয়াদ্রাতের জায়গায় দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ বিনো জর্জ। জানানো হয়েছে, কয়েক দিনের মধ্যেই দলের নতুন হেড কোচের নাম ঘোষণা করা হবে।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় কুয়াদ্রাত লিখেছেন, 'যে বিশেষ মুহূর্তগুলি আমরা ক্লাবে একসঙ্গে কাটিয়েছি, সে জন্য ইস্টবেঙ্গল এফসি-কে ধন্যবাদ। এমন এক ঐতিহ্যবাহী ও মহান ক্লাবের প্রতিনিধিত্ব করতে পারাটা সম্মান ও গর্বের। প্রথম দিন থেকেই আমি বুঝেছিলাম, যে ক্লাবের এত ইতিহাস, এত সমর্থক, সেই ক্লাবের প্রতিনিধিত্ব করার তাৎপর্য কী।'
গত মরশুমে এই কুয়াদ্রাতের প্রশিক্ষণেই প্রায় ১২ বছর পর কোনও জাতীয় স্তরের খেতাব জেতে লাল-হলুদ ব্রিগেড। কলিঙ্গ সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। তার আগে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপেও রানার্স আপ হয় তারা। আইএসএলেও নক আউট পর্বের দোরগোড়া থেকে ফিরে আসে লাল-হলুদ বাহিনি।
ক্লাবের সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন কুয়াদ্রাতও। তিনি লিখেছেন, 'ক্লাবের সমস্ত সমর্থক ও লাল-হলুদ জনতার প্রতি আমার শুভেচ্ছা রইল। সাফল্য ও আনন্দে ভরে উঠুক আপনাদের আগামী দিনগুলি। ইমামি, কর্তৃপক্ষ, কর্মী ও খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। তাঁরা গত মরশুমে ও এ বারের এই অর্ধেক মরশুমে প্রচুর পরিশ্রম করেছেন। যা কখনও সহজ ছিল না।'
ভারতে কোচিং করাতে এসে ২০১৬ থেকে ২০১৮, তাঁর প্রথম পর্বে বেঙ্গালুরু এফসি-র সহকারী কোচের পদে ছিলেন ৫৬ বছর বয়সী কুয়াদ্রাত। তাদের ফেডারেশন কাপ, প্রথম হিরো সুপার কাপ জিততে সাহায্য করেন। ২০১৮-য় প্রধান কোচ হিসেবে বেঙ্গালুরু এফসি-র দায়িত্ব নেন এবং তাঁরই প্রশিক্ষণে বেঙ্গালুরু একই মরশুমে (২০১৮-১৯) লিগসেরা ও ট্রফিজয়ী হয়। পরের বছর তাঁর প্রশিক্ষণে থাকা বেঙ্গালুরুর দল ফের প্লে-অফে ওঠে। অর্থাৎ, তিনি ভারতে কোচিং করতে এসে বেশিরভাগ ক্ষেত্রে সাফল্যই পেয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের পরই অযোধ্যায় রামমন্দিরে পুজো দিয়ে এলেন আকাশ দীপ
শনিবার জামশেদপুরে চলতি লিগের চতুর্থ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। তিন ম্যাচে কোনও পয়েন্ট না পেয়ে লিগ টেবলের একেবারে নীচে নেমে যাওয়া দলের সামনে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই। (সৌ: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি ছিলেন, দল চাপে পড়তেই মাঠে ফিরলেন, শার্দুলকে নিয়ে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা