Sports Highlights: প্লে-অফের আশা জিইয়ে রাখল GT, KKR-র ম্যাচ দেখতে শহরে জুহি, খেলার সারাদিনের সেরা খবর এক নজরে
Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে জেনে নিন।
কলকাতা: সিএসকেকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল কেকেআরের ম্যাচ দেখতে শহরে জুহি চাওলা। এক নজরে খেলার দুনিয়ার সব খবর।
প্লে-অফের দৌড়ে থাকল টাইটান্স
১১ বলে অপরাজিত ২৬ রানের ছোট্ট ইনিংস খেললেন মহেন্দ্র সিংহ ধোনি। তাও হারতেই হল সিএসকেকে। ২০ ওভারে ১৯৬/৮ রান তোলে হলুদ ব্রিগেড। ৩৫ রানে জয় পেল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। মঈন আলি এবং ড্যারেল মিচেল চতুর্থ উইকেটে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings,) হয়ে লড়াকু শতরানের পার্টনারশিপ গড়েন। দুইজনেই হাফসেঞ্চুরিও হাঁকান। তবে মোহিত শর্মার (Mohit Sharma) তিন উইকেটে ভর করে জয় পেল টাইটান্স। রশিদ খানও দুই উইকেট নেন। এই জয়ের সুবাদে ক্ষীণ হলেও গুজরাত টাইটান্সের আইপিএলের (IPL 2024) প্লে-অফে পৌঁছনোর আশা জিইয়ে রইল।
এদিন প্রথমে ব্যাট করে শুভমন গিল এবং সাই সুদর্শনের ২১০ রানের পার্টনারশিপে ভর করে ২০ ওভারে তিন উইকেটে ২৩১ রান তোলে গুজরাত। গিল ও সুদর্শন, উভয়েই সেঞ্চুরি হাঁকান। এই দুইয়ের সেঞ্চুরির পর মোহিতদের বোলিংয়েই দুই পয়েন্ট সুনিশ্চিত করল টাইটান্স।
কেকেআরের ম্যাচ দেখতে শহরে জুহি
কলকাতা নাইট রাইডার্সের (KKR) ম্যাচে তিনিই সব সময় সেরা আকর্ষণ থেকেছেন। ইডেনে (Eden Gardens) কেকেআরের ম্যাচ থাকলেই গ্যালারি হা পিত্যেশ করে চেয়ে থাকে বি ব্লকের বিখ্যাত সেই ব্যালকনির দিকে। কখন তিনি, শাহরুখ কিংগ খান (Shah Rukh Khan) এসে দাঁড়াবেন। হাত নাড়বেন, চুমু ছুড়ে দেবেন। আর গর্জন করে উঠবে গ্যালারি।
তবে চলতি আইপিএলে ইডেন গার্ডেন্সের শেষ ম্যাচে হয়তো আসছেন না শাহরুখ। কিংগ-শো থেকে তাই হয়তো বঞ্চিতই থাকবে ইডেন। তবে শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে নাইটদের হয়ে গলা ফাটাতে আসছেন দলের মালকিন। সুপারহিট ডর সিনেমার সংলাপে খোদ শাহরুখ যাঁকে ক...ক...ক...ক... কিরণ বলে সাড়া ফেলে দিয়েছিলেন। জুহি চাওলা। চলতি মরশুমে যিনি প্রথমবার মাঠে থেকে কেকেআরের খেলা দেখবেন। সমর্থন করবেন। শুক্রবারই যে কারণে শহরে পৌঁছে গেলেন অভিনেত্রী।
রাহুলকে গোয়াঙ্কার ভর্ৎসনা নিয়ে মুখ খুললেন শামি
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১০ উইকেটে দলের হারের পর লখনউ সুপার জায়ান্টসকে অধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul) মাঠেই ভর্ৎসনা করতে দেখা যায় কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka)। লখনউ কর্ণধারের এহেন আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এবার এই নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)।
রাহুলের ভারতীয় দলের সতীর্থর স্পষ্ট কথা, গোটা বিষয়টা অন্দরমহলে ক্যামেরার আড়ালেও করা যেত। খেলোয়াড়দেরও তো সম্মান আছে। তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'আপনি দলের কর্ণধার হতে পারেন, তবে খেলোয়াড়দের তো সম্মান রয়েছে। আপনি নিজেও একজন সম্মানীয় ব্যক্তি। আপনাকে দেখে অনেকে শেখে, আপনাকে অনুসরণ করে। এইসব জিনিসপত্র যদি ক্যামেরার সামনে হয়, তাহলে সেটা দারুণ লজ্জার। যদি নিতান্তই কিছু বলতেই হত, তাহলে অন্য অনেকরকম উপায় রয়েছে। গোটা বিষয়টা সাজঘরে বা টিম হোটেলে বসেও আলোচনা করা যেত। মাঠের মধ্যে এগুলি করে আপনি মহান কিছু করে ফেলেছো যার জন্য আপনার সম্মান বাড়বে, এমন তো নয়। ও কিন্তু দলের অধিনায়ক, এটা মনে রাখতে হবে।'
মুম্বই ইন্ডিয়ান্সের অন্দরমহলে ঝামেলা?
জল্পনা তুঙ্গে। বলাবলি হচ্ছে, নীতা ও মুকেশ অম্বানির দলে এখন তুমুল বিভাজন। এক দল রোহিত শর্মার (Rohit Sharma) দিকে। অন্য দল হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) অনুরাগী। পাঁচবার আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন করা অধিনায়ক রোহিতকে সরিয়ে হার্দিকের মাথায় নেতৃত্বের মুকুট তুলে দেওয়ার পর থেকে বিতর্ক। সমর্থকেরা যে সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেনি। গোদের ওপর বিষফোঁড়ার মতো হয়েছে, দলের হতশ্রী পারফরম্যান্স। ১২ ম্যাচের মধ্যে আটটিতে হার। প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ দুই ম্যাচ কার্যত নিয়মরক্ষার। যার প্রথমটি, শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
সেই ম্যাচের আগে মুম্বইয়ের হয়ে খেলা দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েৎজ়েকে এবিপি লাইভ বাংলা জিজ্ঞেস করেছিল, দলে অশান্তি নিয়ে এত জল্পনা, ড্রেসিংরুমের আবহটা ঠিক কীরকম? প্রোটিয়া পেসার বললেন, 'আমার মনে হয় ড্রেসিংরুমে আবহ বেশ ভাল। আমরা প্রত্যেক ম্যাচে নিজেদের সেরাটা দিয়েছি। ভাল প্রস্তুতি নিয়েছি। আমরা কিছু ভুল হয়তো করেছি। কোনও কোনও ম্যাচে দাঁড়াতেই পারিনি। তবু ড্রেসিংরুমের ছবিটা তাতে বদলায়নি। আমাদের দলের নেতৃত্ব শক্ত হাতে। ক্রিকেটারেরা দারুণ। এ নিয়ে বেশি কিছু আলোচনার দরকারই নেই। ধারাবাহিকভাবেই ড্রেসিংরুমে দারুণ আবহ রয়েছে। টুর্নামেন্টের শুরু থেকে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গোয়েঙ্কা-রাহুল বিতর্কের মধ্যেই কেকেআর তারকার স্বীকারোক্তি, হারলেও দলকে আগলে রাখেন শাহরুখ