IPL Auction: আইপিএলে অন্যায়ভাবে দল ভাঙানোর চেষ্টা! বিস্ফোরক গুজরাত টাইটান্স কর্তা
Gujarat Titans: আগামী আইপিএলের নিলামে যাওয়ার আগে গুজরাত দলের হাতে থাকবে মোট ৩৮.১৫ কোটি টাকা।
আমদাবাদ: ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) ভারত ট্রফি না জিতলেও, বল হাতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। প্রথম চারটি ম্যাচ না খেলেও মাত্র ৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়েছিলেন। আসন্ন আইপিএলে মহম্মদ শামির (Mohammed Shami) ভূমিকা যে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বলার অপেক্ষা রাখে না।
কিন্তু শামিকে নিয়ে কি আরও বড় নাটক অপেক্ষা করে রয়েছে? শামিকে দলে পেতে কি নিয়ম ভেঙে আড়ালে আবডালে কথাবার্তা শুরু করেছে কোনও ফ্র্যাঞ্চাইজি?
এমনই বিস্ফোরক অভিযোগ করলেন গুজরাত টাইটান্সের (Gujarat Titans) কর্তা। আইপিএল আত্মপ্রকাশেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত। গত আইপিএলেও ফাইনালে উঠেছিল। তবে আগামী আইপিএলের আগে অনৈতিকভাবে মহম্মদ শামিকে দলে টানার যে চেষ্টা করা হচ্ছে, ইঙ্গিত দিয়েছেন গুজরাত টাইটান্সের চিফ অপারেটিং অফিসার (COO)।
পিছনের দরজা দিয়ে নাকি মহম্মদ শামিকে ট্রেডিং করার চেষ্টা করেছে একটি ফ্র্যাঞ্চাইজি! আর তাতেই রীতিমতো ক্ষুব্ধ গুজরাত টাইটান্সের সিওও অরবিন্দর সিংহ। তাঁর মতে এই ঘটনা কখনওই ঘটা উচিত নয়। ঘটনার কথা জানালেও কোন ফ্র্যাঞ্চাইজি এই চেষ্টা করেছে, তা অবশ্য অরবিন্দর খোলসা করেননি।
গুজরাত টাইটান্সের সিওও জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিরা শুধুমাত্র ক্রিকেটার নয়, কোচিং স্টাফদের সঙ্গেও অনৈতিকভাবে যোগাযোগ চালাচ্ছে। যে কথা টিম ম্যানেজমেন্টও জানতে পারছে না। শামির ট্রেডিংয়ের বিষয়েও টিম ম্যানেজমেন্টকে জানানো হয়নি। সরাসরি শামিকে যোগাযোগ করা হয়।
প্রসঙ্গত, নিলামের আগেই গুজরাত টাইটান্স ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে রিটেন করেছিল। আর সেদিনই তাঁকে ট্রেডিং করে নেয় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স।
আগামী আইপিএলের নিলামে যাওয়ার আগে গুজরাত দলের হাতে থাকবে মোট ৩৮.১৫ কোটি টাকা। তাদের দলে দুজন বিদেশি ক্রিকেটারের জায়গা ফাঁকা রয়েছে। সব মিলিয়ে খালি রয়েছে আটটি জায়গা। হার্দিকের অনুপস্থিতিতে শুভমন গিলকে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন: কীভাবে শেষ ২ বছর ক্রিকেট খেলেছিলেন ডিভিলিয়ার্স, জানলে অবাক হবেন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।