(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs SA T20 WC: সূর্যকুমারের অর্ধশতরান, ২০ ওভারে ১৩৩/৯ বোর্ডে তুলল ভারত
IND vs SA T20 1st Innings Highlights: পারথে গতি সম্পন্ন পিচে যেখানে নাকানিচোবানি খেতে হল ভারতের টপ অর্ডারকে সেখানে একাই দুরন্ত অর্ধশতরান হাঁকালেন সূর্যকুমার যাদব।
পারথ: কেন তাঁকে টি-টোয়েন্টি (T20 Format) ফরম্যাটের অন্য়তম সেরা ব্যাটার বলা হয়, তা আরও একবার প্রমাণ করলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পারথে গতি সম্পন্ন পিচে যেখানে নাকানিচোবানি খেতে হল ভারতের টপ অর্ডারকে সেখানে একাই দুরন্ত অর্ধশতরান (Half Century) হাঁকালেন সূর্যকুমার যাদব। বিরাট কোহলি, রোহিত শর্মার, কে এল রাহুল ব্যর্থ হলেও সেই অভাব পুষিয়ে দিলেন সূর্যকুমার। ভারত প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান বোর্ডে তুলে নিল।
প্রাথমিক ধাক্কা ভারতীয় ব্যাটিং লাইন আপে
টস জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু তাঁর সিদ্ধান্ত হঠাৎই বুমেরাং হয়ে ফিরল। পারথের পাটা, গতি সম্পন্ন উইকেটে দ্রুত উইকেট হারাল টিম ইন্ডিয়া। একে একে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে দলের হাল ধরছেন সূর্যকুমার যাদব। দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে স্কোরবোর্ড সচল রেখেছেন তিনি।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আগের ম্য়াচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন হিটম্যান। এদিন খাতাও খুলেছিলেন ছক্কা হাঁকিয়ে। কিন্তু এনগিডির বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান মাত্র ১৫ রান করে। অফফর্ম অব্য়াহত কে এল রাহুলের। একই ওভারে ৯ রান করে ফিরলেন রাহুলও। পরপর ২ টো বাউন্ডারি হাঁকালেও ১২ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় বিরাট কোহলিকে। এনগিডির শিকার হন তিনিও। একাদশে সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন দীপক হুডা। খাতা খোলার আগেই আনরিচ নোখিয়ার বলে ক্যাচ আউট হলেন। হার্দিক পাণ্ড্য ২ রান করে ফেরেন। ৮.৩ ওভারে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া।
এরপরই ব্যাট হাতে কার্তিক, অশ্বিনকে সঙ্গে নিয়ে মারমুখি মেজাজে ব্যাটিং শুরু করেন সূর্যকুমার। গিয়ার বদলে ৪০ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান এই মুম্বইকর। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ বোর্ডে তুলে নেয় ভারত।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে লুনগি এনগিডি সর্বাধিক ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন ওয়েন পার্নেল।
আরও পড়ুন: কেকেআর পরিবারে না থাকলেও ইডেন প্রিয়, পারথের ফেভারিট বেছে নিলেন শুভমন