IPL 2022: চারে আরসিবি, দৌড় শেষ সিএসকের? কোথায় দাঁড়িয়ে আইপিএলের পয়েন্ট টেবিল?
IPL 2022: একইসঙ্গে লড়াই চলছে পয়েন্ট টেবিলের ইঁদুর দৌড়েরও। গতকাল চেন্নাই (Chennai Super Kings) আরসিবির (RCB) বিরুদ্ধে হেরে গিয়ে তাদের সমস্যা বাড়িয়েছে।
মুম্বই: প্রত্যেক ম্যাচের পরই বদলে যাচ্ছে সমীকরণ। আইপিএলের লিগ পর্যায়ের মাঝপথে এসে লড়াই জমে উঠেছে ২২ গজে। একইসঙ্গে লড়াই চলছে পয়েন্ট টেবিলের ইঁদুর দৌড়েরও। গতকাল চেন্নাই (Chennai Super Kings) আরসিবির (RCB) বিরুদ্ধে হেরে গিয়ে তাদের সমস্যা বাড়িয়েছে। ১০ ম্যাচের মধ্যে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে নয় নম্বরে রয়েছে চেন্নাই। বাকি ম্যাচগুলো তারা যদি জেতেও তবেও প্লে অফের ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
এক নজরে পয়েন্ট টেবিলে কে কোথায়?
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে কে এল রাহুলের লখনউ সুপারজায়ান্টস। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস রয়েছে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে। অন্যদিকে গতকাল চেন্নাই বধ করে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে আরসিবি। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে পাঞ্জাব কিংস। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সাতে রয়েছে সাতে দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্স আটে রয়েছে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে।
মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র ১ ম্যাচে জিততে পেরেছে। তারা প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। অন্যদিকে কাল হারের সঙ্গে সঙ্গে চেন্নাই সুপার কিংসের প্লে অফের সম্ভাবনাও প্রায় বিশবাঁও জলে।
আজ আইপিএলে দিল্লি বনাম সানরাইজার্স
আজ মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলেছে দিল্লি ক্য়াপিটালস। তার মধ্যে ৪ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে পন্থের দল। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে তারা। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ ৯ ম্যাচ খেলে ৫টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। তারা এই মুহূর্তে প্লে অফে ওঠার অন্যতম দাবিদারও। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে উইলিয়ামসন বাহিনী।