(Source: ECI/ABP News/ABP Majha)
SRH vs RR, IPL 2024 : ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে SRH vs RR, বৃ্ষ্টির সম্ভাবনা কেমন ?
Qualifier 2 Encounter, IPL 2024: এই দুই দলের মধ্যে যারা জিতবে ফাইনালে তারা মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের।
চেন্নাই : আর একটা ম্যাচ। তাহলেই পাকা হয়ে যাবে চলতি আইপিএল মরসুমে দ্বিতীয় দল হিসাবে কোন দল খেলবে ফাইনাল। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজ চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস। এই দুই দলের মধ্যে যারা জিতবে ফাইনালে তারা মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের।
আইপিএল ২০২৪-এ দুই দলের জার্নি-
আইপিএলের প্রথম অর্ধে অসাধারণ কিছু পারফরম্যান্স দিয়েছে রাজস্থান রয়্যালস। কিন্তু, টুর্নামেন্টের পরবর্তী ধাপে এসে সেই ধারা বজায় রাখতে পারেনি তারা। শেষ ৫ ম্যাচের মধ্যে ৪টিতে হেরে বসে। শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। যদিও এলিমিনেটর রাউন্ডে রাজস্থানকে ফের মেজাজে ফিরতে দেখা গেছে। বুধবার কার্যত দাপট দেখিয়ে RCB-কে পরাস্ত করে তারা। ফাফ ডু প্লেসিস নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজিকে হেলায় হারায়।
অন্যদিকে, চলতি মরসুমের শুরুটা সেরকম ছিল না সানরাইজার্স হায়দরাবাদের। কিন্তু, প্যাট কামিন্স নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে সাফল্যের মুখে দেখে দক্ষিণের এই দল। শেষ ৭টি ম্যাচের মধ্যে ৬টিতেই জয়ী হয় তারা। মরসুম শেষ করে ১৭ পয়েন্ট নিয়ে। রান রেট- +0.414। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে ৮ উইকেটে হারে হায়দরাবাদ। এই পরিস্থিতিতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জিততে মরিয়া SRH।
SRH vs RR পিচ রিপোর্ট-
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামের মাঠ মূলত স্পিনার সহায়ক থাকে। যা ব্যাটারদের ক্ষেত্রে পরিস্থিতি সমস্যাবহুল করে দেয়। চলতি মরসুমে যদিও চেন্নাইয়ের পিচে বৈচিত্র্য দেখা গেছে। কয়েকটি ম্যাচে ২০০-র বেশি রান উঠেছে। যদিও কয়েকটিতে কম রান উঠেছে।
চেন্নাইয়ের আবহাওয়ার পূর্বাভাস-
শুক্রবার চেন্নাইয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মাত্র ৫ শতাংশ। তবে, তাপমাত্রা থাকতে পারে ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। কাজেই, চূড়ান্ত গরমের পূর্বাভাস রয়েছে এদিন।
যদি কোয়ালিফায়ার ২ ম্যাচ শেষমেশ রিজার্ভ ডে-তেও বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে চলতি মরসুমের লিগ টেবিলের অবস্থানের ভিত্তিতে জয়ী দল নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে ভাল জায়গায় রয়েছে SRH। কারণ, তারা দ্বিতীয় স্থানে শেষ করে। তৃতীয় স্থানে ছিল রাজস্থান রয়্যালস। দুই দলেরই ১৭ করে পয়েন্ট রয়েছে। কিন্তু, SRH-এর রান রেট যেখানে +0.414, রাজস্থান রয়্যালসের সেখানে +0.273।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।