IPL 2024: রিঙ্কুর জীবন বদলে গিয়েছিল কখন? ডানহাতে বিশেষ ট্যাটুতেই লুকিয়ে সব উত্তর
KKR: এতটাই ধারাবাহিক পারফর্ম করেছেন নীল জার্সিতে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ঢোকার অন্যতম দাবিদারও হয়ে উঠেছেন আলিগড়ের এই বাঁহাতি তরুণ ব্য়াটার।
কলকাতা: গত বছর একটা ম্য়াচ তাঁর কেরিয়ার বদলে দিয়েছিল। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছিলন কেকেআরকে (Kolkata Knight Riders)। ব্যাস, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রিঙ্কু সিংহকে (Rinku Singh)। ভারতীয় দলের জার্সিতে সুযোগ পেয়েও নিজের জাত চিনিয়েছেন। এতটাই ধারাবাহিক পারফর্ম করেছেন নীল জার্সিতে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ঢোকার অন্যতম দাবিদারও হয়ে উঠেছেন আলিগড়ের এই বাঁহাতি তরুণ ব্য়াটার। কিন্তু রিঙ্কুর জীবনের গতিপ্রকৃতি কবে বদলে গিয়েছিল। সেই উত্তর লুকিয়ে আছে রিঙ্কুর ট্যাটুতেই। কেকেআর ডাগ আউট বলে একটি পডকাস্টে এসে সেই বিষয়েই জানালেন রিঙ্কু।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত খুব একটা ব্যাট হাতে নিজের জাত চেনানোর সুযোগ পাননি রিঙ্কু। ব্যাটিং অর্ডারে এতটাই নীচের দিকে নামতে হচ্ছে তাঁকে যে বড় রান করার সুযোগ পাচ্ছেন না বাঁহাতি তরুণ। অভিষেক নায়ারের সঙ্গে সেই পডকাস্টে এসে কেকেআরের তরুণ তারকা জানান, ''আমার ডানহাতে একটি ট্যাটু করা আছে। এটার অর্থ দুপুর ২.২০। অর্থাৎ এই সময় থেকেই আমার পরিবার ও আমার জীবনের হাল বদলে গিয়েছিল। আইপিএলে কেকেআর আমার জন্য দর তুলেছিল ৮০ লক্ষ টাকা। এই অর্থ আমার পরিবারের যাবতীয় সমস্যা দূর করে দেয়। অনেক দেনা ছিল সেগুলো ধীরে ধীরে মিটিয়ে দেওয়া সম্ভব হয়েছিল।'' সেই ট্যাটুতে 'ফ্যামিলি' শব্দটি লেখা আছে। এছাড়াও একটি গোলাপ ও শান্তির প্রতীক রয়েছে। পডকাস্টে হাসি ঠাট্টার মধ্যে আরও একটি তথ্যও দেন রিঙ্কু। একটি বাঁদর তাঁকে ছয়বার কামড়েছিল। সেই তথ্যটিও জানান বাঁহাতি তারকা। মজার ছলে রিঙ্কু এমনও বলেন যে, ''হয়ত সেই বাঁদরটি আমাকে ভালবেসে ফেলেছিল।''
View this post on Instagram
চলতি আইপিএলে এখনও পর্যন্ত আট ম্য়াচে মোট ১১২ রান করেছেন রিঙ্কু। কেকেআর ম্য়ানেজমেন্ট আশা করবে আগামী ম্য়াচগুলোয় যাতে সুযোগ পেলে দলের জন্য বড় ইনিংস খেলতে পারেন রিঙ্কু। আগামী জুনে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে। সেখানে ফিনিশারের ভূমিকায় ভাবা হচ্ছে রিঙ্কু সিংহকে।