(Source: ECI/ABP News/ABP Majha)
SA vs BAN : ডি কক, ক্লাসেনের ব্যাটিং তাণ্ডব, বাংলাদেশের বিরুদ্ধে রানের পাহাড়
Quinton de Kock : চলতি বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রানের গণ্ডিও টপকে গেলেন ডি কক (৪০৭)।
মুম্বই : দশমীর দিনে ব্যাটিং বিস্ফোরণ। ওয়াংখেড়েতে ব্যাট-হাতে কার্যত তাণ্ডব চালালেন কুইন্টন ডি কক (১৭৪)- হেনরিখ ক্লাসেনরা (৯০)। বাংলাদেশের বোলারদের তুলোধনা করে তাদের বিরুদ্ধে তুলল ৩৮২ রানের বিশাল স্কোর।
চলতি বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে সর্বোচ্চ (১৭৪) রানের ইনিংস খেলার পাশাপাশি ভারতের মাটিতে আয়োজিত ক্রিকেট বিশ্বযুদ্ধে তাঁর ব্যক্তিগত তৃতীয় শতরানও হাঁকান কুইন্টন ডি কক (Quinton De Kock)। ১৪০ বলে ১৫ টি চার ও ৭ টি ছক্কার সাহায্যে ১৭৪ রানের ম্যামথ ইনিংস খেলেন প্রোটিয়া উইকেট কিপার-ব্যাটার।
পাকিস্তানের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের চলতি বিশ্বকাপে হাঁকানো ১৬৩ রানের গণ্ডি টপকে যাওয়ার পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রহকারীও হয়ে গেলেন ডি কক। চলতি বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রানের গণ্ডিও টপকে গেলেন ডি কক (৪০৭)।
রেজা হেনড্রিকস (১২) ও রাসি ভান ডার ডুসেন (১) ব্যাট হাতে এদিন ব্যর্থ হলেও অধিনায়ক আইডেন মার্করামের (৬০) সঙ্গে দুরন্ত মেজাজে দলের ইনিংস টানতে শুরু করেন ডি কক। ১৩১ রানের পার্টনারশিপ জোড়েন তাঁরা। এই ম্যাচের প্রোটিয়া অধিনায়ক মার্করাম আউট হয়ে ফেরার পর দলের ইনিংস থিতু করার হাল ধরেন ক্লাসেন। সেই সময় কার্যত ব্যাটিং তাণ্ডব শুরু করেন ডি কক। ১৪২ রানের পার্টনারশিপ জোড়েন ডিকক-ক্লাসেন।
ওয়াংখড়ে যখন ডি ককের দাপুটে ইনিংসের রেশ পুরোটা কাটাতে পারেনি, তখনই আবার দুরন্ত ছন্দে থাকা হেনরিখ ক্লাসেন (Henrich Klassen) শুরু করেন ব্যাটিং তাণ্ডব। ২ টি চার ও ৮ টি বিশাল ছক্কার সাহায্যে ৪৯ বলে ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলেন দুরন্ত ছন্দে থাকা ক্লাসেন। শেষপর্বে ১৫ বলে ৪ টি ছক্কার সাহায্যে অপরাজিত ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডেভিড মিলারও। সব মিলিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের শেষে ৫ উইকেটে ৩৮২ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
ডি কক-ক্লাসেনের দাপটেই কার্যত সেভাবে ওয়াংখেড়েতে দাগই কাটতে পারেননি বাংলাদেশের কোনও বোলারই। মুস্তাফিজুর রহমান থেকে শাকিব আল হাসান, সকলের ওভারগুলি থেকেই প্রচুর করে রান চুরি করে নেন প্রোটিয়া ব্যাটাররা।
Unstoppable Quinton de Kock hits his third #CWC23 ton to power South Africa in Mumbai 👊@mastercardindia Milestones 🏏#SAvBAN pic.twitter.com/i8yoBCNslR
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 24, 2023
আরও পড়ুন- হারের হ্যাটট্রিক বিধ্বস্ত পাক শিবির, বিশ্বকাপের সেমিফাইনালে কি পৌঁছতে পারবে বাবররা ?