IND vs PAK: 'নতুন বলে এই পাকিস্তান ভয়ঙ্কর', ওয়াসিম-ওয়াকারের সময়ের সঙ্গে তুলনা শোয়েবের
Shoiab Akhtar On Pak BOwling Attack: তার আগে নব্বইয়ের দশকে ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিস জুটি পাকিস্তান পেস বোলিং বিভাগের দায়িত্ব সামলেছিলেন। বোলিং ডিপার্টমেন্ট বরাবরই বেশ শক্তিশালী ছিল পাকিস্তানের।
করাচি: এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে আগামী রবিবার ভারত-পাক (India vs Pakistan) দ্বৈরথ। গ্রুপ পর্বে একবার ২ দল মুখোমুখি হয়েছিল। কিন্তু সেই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ফের একবার ২২ গজে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই। তার আগে পাক বোলিং অ্যাটাকের প্রশংসায় পঞ্চমুখ হলেন শোয়েব আখতার। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস একটা সময় পাকিস্তানের বোলিং বিভাগের নেতৃত্ব দিয়েছেন। বিশ্বের অন্য়তম ভয়ঙ্কর পেসার হিসেবে তাঁর পরিচিতি ছিল। বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের ত্রাস ছিলেন শোয়েব। তার আগে নব্বইয়ের দশকে ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিস জুটি পাকিস্তান পেস বোলিং বিভাগের দায়িত্ব সামলেছিলেন। বোলিং ডিপার্টমেন্ট বরাবরই বেশ শক্তিশালী ছিল পাকিস্তানের। শোয়েব মনে করেন, বর্তমান পাক বোলিং ইউনিটের ২ পেস ব্যাটারি শাহিন ও হ্যারিসকে দেখলে তাঁর ওয়াসিম ও ওয়াকারের কথা মনে পড়ে।
এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, ''আমি অত্যন্ত খুশি যে পাকিস্তান ক্রিকেটে এখন এত পেসাররা উঠে আসছে। এই মুহূর্তে যে তিন পেসার পাক বোলিং লাইন আপে আছে, তারা প্রত্য়েকেই সমান প্রতিভাবান। এই পেস আক্রমণ দেখে আমার পুরনো দিনের পাকিস্তান বোলিং অ্যাটাকের কথা মনে পড়ে যায়। নতুন বলে রউফ ও শাহিন দুজনেই ভীষণ ভয়ঙ্কর। ওরা আমাকে ওয়াকার ইউনিস ও ওয়াসিম আক্রমের কথা মনে করায়।''
রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস আরও বলেন, ''আমি নিশ্চিত যে শাহিন আফ্রিদি তাঁর কেরিয়ারের মধ্যগগণে রয়েছে এখন। হ্যারিস রউফও উইকেট নেওয়ার জন্য সবসময় ক্ষুধার্ত থাকে। নাসিম শাহকেও আমি মেসেজ করে বলেছিলাম যে যত বেশি সম্ভব উইকেট টেকিং ডেলিভারি করতে। আমার মতে এই পেস ত্রয়ী বিশ্বের সেরা তিন পেস ব্যাটারি। যে কোনও দলের সামনে আতঙ্ক তৈরি করতে পারবে ওরা।''
উল্লেখ্য, কিন্তু পাল্লেকেলেতে এশিয়া কাপের গ্রুপ পর্বের সেই ম্যাচে খলনায়ক হয়েছিল বৃষ্টি। ভারতের ব্যাটিংয়ের পর পাকিস্তান ইনিংস শুরুই করা যায়নি। ম্যাচ পণ্ড হয়। দুই দলের পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। রবিবার ভারত-পাক দ্বৈরথও কি ফের ভেস্তে যেতে পারে বৃষ্টিতে?
আবহাওয়া দফতর থেকে এরকম আশঙ্কার কথা বলা হয়েছে। রবিবার ভারত-পাক ম্যাচ যদিও পাল্লেকেলেতে নয়, কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেদিল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। এছাড়াও সারাদিন বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টি। আর সন্ধ্যার পর অবনতি হবে আবহাওয়ার।