Pakistan vs New Zealand: নিউজিল্যান্ড সিরিজ বাতিল হলেও, ৮ দিনে নিরাপত্তারক্ষীদের বিরিয়ানির বিল ২৭ লক্ষ টাকা!
সিরিজ না হওয়ায় এমনিতেই বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে পিসিবি। এর মধ্যে পুলিশকর্মীদের বিরিয়ানি খাওয়া বাবদ এত টাকা খরচ হওয়ায় পিসিবি-র আর্থিক বোঝা বেড়েছে।
![Pakistan vs New Zealand: নিউজিল্যান্ড সিরিজ বাতিল হলেও, ৮ দিনে নিরাপত্তারক্ষীদের বিরিয়ানির বিল ২৭ লক্ষ টাকা! Pakistan vs New Zealand: Bill for biryani served to the security personnel is about Rs. 2.7 million Pakistan vs New Zealand: নিউজিল্যান্ড সিরিজ বাতিল হলেও, ৮ দিনে নিরাপত্তারক্ষীদের বিরিয়ানির বিল ২৭ লক্ষ টাকা!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/22/52cd0e9c9483feac5309d1526fb7010d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইসলামাবাদ: নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরে গিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ফের মুখ পুড়েছে পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কিন্তু পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ না হলেও, ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা আট দিনে ২৭ লক্ষ টাকার বিরিয়ানি খেয়েছেন। সিরিজ না হওয়ায় এমনিতেই বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে পিসিবি। এর মধ্যে পুলিশকর্মীদের বিরিয়ানি খাওয়া বাবদ এত টাকা খরচ হওয়ায় পিসিবি-র আর্থিক বোঝা বেড়েছে।
পিসিবি সূত্রে খবর, ইসলামাবাদ ও রাওয়ালপিণ্ডিতে ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৫০০-রও বেশি পুলিশকর্মী। তাঁদের মধ্যে ছিলেন পাঁচজন এসপি ও এসএসপি। দিনে দু’বার করে পুলিশকর্মীদের বিরিয়ানি দেওয়া হয়। তারই বিল হয়েছে ২৭ লক্ষ টাকা। ফ্রন্টিয়ার কনস্টেবুলারি পার্সোনেলদের জন্য খরচ হয়েছে আরও অর্থ। নিরাপত্তারক্ষীদের জন্য মোট কত টাকা খরচ করা হয়েছে, সেটা এখনও জানা যায়নি। পিসিবি-র পক্ষ থেকে এখনও বিল মেটানো হয়নি।
নিউজিল্যান্ডের পাকিস্তান সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক এবং পাঁচটি টি-২০ ম্যাচ হওয়ার কথা ছিল। শুক্রবার রাওয়ালপিণ্ডিতে প্রথম একদিনের ম্যাচ হওয়ার ছিল। কিন্তু ম্যাচের দিন কোনও দলই স্টেডিয়ামে যায়নি। পিসিবি-র পক্ষ থেকে দর্শকদেরও স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানে নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা বিষয়ক পরামর্শদাতাদের মতামত অনুযায়ী, দল পাকিস্তানে কোনও ম্যাচ খেলবে না। তার বদলে দল নিউজিল্যান্ডে ফিরে যাবে। নিরাপত্তা নিয়ে ঠিক কী ধরনের আশঙ্কা আছে, সে বিষয়ে কোনও মন্তব্য করা হবে না।’
নিউজিল্যান্ড ক্রিকেটের চিফ এগজিকিউটিভ ডেভিড হোয়াইট বলেছেন, ‘আমি বুঝতে পারছি, এই সিদ্ধান্তের ফলে পিসিবি ধাক্কা খাবে। ওরা আয়োজক হিসেবে দুর্দান্ত। কিন্তু খেলোয়াড়দের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস, দলকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়াই একমাত্র দায়িত্ববান সিদ্ধান্ত।’
পিসিবি-র পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, পাকিস্তান সরকার নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিল। পিসিবি এখনও ম্যাচ আয়োজনে আগ্রহী।
আরও পড়ুন নিরাপত্তা নিয়ে সংশয়! আচমকা পাকিস্তান সফর বাতিল করল নিউজিল্যান্ড
নিরাপত্তা ইস্যু, পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্ত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)