Digital Arrest Scam: ফের ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা, ৭ লক্ষ টাকা খোয়ালেন আইআইটি বম্বের ছাত্র
IIT Bombay student: জুলাই মাসে সেই ছাত্রের কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপারের ব্যক্তি নিজেকে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার একজন সরকারি আধিকারিক হিসেবে দাবি করেন।
Cyber Crime: আইআইটি বম্বের এক ২৫ বছর বয়সী ছাত্র এবার সাইবার জালিয়াতিতে (Cyber Crime) খোয়ালেন ৭ লক্ষ টাকা। মুম্বই পুলিশের বয়ান অনুযায়ী এই ছাত্রকে জালিয়াতরা সরকারি আধিকারিক হিসেবে ডিজিটাল অ্যারেস্টে বন্দি বানিয়ে টাকা লুট (Digital Arrest Scam) করেছে। দেশে ক্রমেই বাড়ছে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা আর সেই তালিকায় এবার নতুন ঘটনা জুড়ে গেল। কীভাবে খোয়া গেল এত লক্ষ টাকা ?
জুলাই মাসে সেই ছাত্রের কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপারের ব্যক্তি নিজেকে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার একজন সরকারি আধিকারিক হিসেবে দাবি করেন। তিনি জানান যে সেই ছাত্রের নামে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ১৭টি অভিযোগ দায়ের হয়েছে তাঁর মোবাইল নম্বরের বিরুদ্ধে। জালিয়াতরা তাঁকে আরও বলেন যে, এর কারণে তাঁর মোবাইল নম্বর নিষ্ক্রিয় হয়ে যাবে, এই নিষ্ক্রিয় হয়ে যাওয়া থেকে রুখতে পুলিশের কাছ থেকে তাঁকে একটি নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে। তাঁকে বলা হয়, এরপরে তাঁর এই কল সাইবার অপরাধ দমন শাখায় স্থানান্তরিত করা হচ্ছে।
মুম্বই পুলিশের এক আধিকারিক এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, এরপরেই সেই ছাত্রটি হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো কল পান। আর সেই কল ধরতেই দেখা যায় পুলিশের উর্দি পরেই একজন বসে আছেন কলের ওপারে। সেই ভুয়ো পুলিশ এরপরে ছাত্রের থেকে তাঁর আধার নম্বর চেয়ে বসেন এবং জানান যে সেই ছাত্রটি আর্থিক তছরূপ কাণ্ডের সঙ্গে যুক্ত। আর তাই ইউপিআইয়ের মাধ্যমে তাঁকে ২৯,৫০০ টাকা জমা দিতে হবে। কোনো সময় না দিয়েই সেই ভুয়ো পুলিশ ছাত্রটিকে জানান যে তাঁকে ডিজিটালি গ্রেফতার করা হয়েছে এবং এই সময় তিনি কাউকেই ফোন করতে পারবেন না।
এই ঘটনার পরের দিন আবার জালিয়াতরা তাঁকে ফোন করে তাঁর থেকে জোর করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ সমস্ত তথ্য জেনে নেয় এবং ৭ লক্ষ ২৯ হাজার টাকা লুট করে। ছাত্রটি যখন বুঝতে পারেন যে তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে, সেই মুহূর্তেই থানায় পুলিশের কাছে অভিযোগ জমা করেন তিনি।
আরও পড়ুন: Infosys: ৯০ শতাংশ পর্যন্ত বোনাস দিচ্ছে এই টেক সংস্থা, কোন কর্মীরা পাবেন সুখবর ?