Messenger chats Update: গোপন কথার স্ক্রিনশট নিলেই পাবেন নোটিফিকেশন, মেসেঞ্জারে নয়া আপডেট
Disappearing message Update: হোয়াটসঅ্যাপের পর এবার এন্ড টু এন্ড এনক্রিপশন নিয়ে নজরদারি বাড়ল মেসেঞ্জারে। ফেসবুকের এই মেসঞ্জার চ্যাট নিয়ে আপডেট দিয়েছে খোদ কোম্পানির কান্ডারি মার্ক জুকেরবার্গ।
Disappearing message Update: হোয়াটসঅ্যাপের পর এবার এন্ড টু এন্ড এনক্রিপশন নিয়ে নজরদারি বাড়ল মেসেঞ্জারে। ফেসবুকের এই মেসঞ্জার চ্যাট নিয়ে আপডেট দিয়েছে খোদ কোম্পানির কান্ডারি মার্ক জুকেরবার্গ।
Messenger chats Update: এবার থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা মেসেঞ্জার চ্যাটে ডিজাপিয়ারিং মেসেজের কেউ স্ক্রিনশট নিলে জন্য নোটিফিকেশন পাবেন গ্রাহক। সঙ্গে জুকেরবার্গ আরও বলেন, ''আমরা এনক্রিপ্ট করা চ্যাটেও GIF, স্টিকার ও প্রতিক্রিয়া দেওয়ার ব্যবস্থা করছি।'' এর আগে মেসেঞ্জারের (Messenger) ভয়েস ও ভিডিও কলও এন্ড-টু-এন্ড এনক্রিপটেড (End-to-End encrypted) হবে। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি মেসেঞ্জারে গ্রুপ চ্যাট, গ্রুপ অডিও বা ভিডিও কলের ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশন কার্যকর হবে বলে জানিয়েছিলেন মার্ক জুকেরবার্গ (Mark Zukerberg)।
ফেসবুক থেকে বদলে মূল কোম্পানির নাম মেটা (Meta) করার কথা ঘোষণা করেছিলেন জুকেরবার্গ। এই মেকওভারের পাশাপাশি মেসেঞ্জারের নতুন আপডেটের কথা জানালেন তিনি। জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের (Whatsapp) মালিকানা আপাতত জুকেরবার্গের কোম্পানির হাতেই। যেখানে কার্যকর এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এবার সেই একই পরিষেবা মেসেঞ্জারের ক্ষেত্রেও এনেছেন তিনি।
এন্ড-টু-এন্ড এনক্রিপশনের অর্থ যে দু'জনের মধ্যে কথোপকথন হয়েছে, তারা বাদে সেই তথ্য অন্য কেউ দেখতে পাবেন না। অবশ্য জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যা ব্যবহার করা যায়। কিন্তু ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ, তারা দীর্ঘদিন ধরেই নিজেদের এক্তিয়ারের বাইরে গিয়ে ব্যক্তিপরিসরে উঁকি মারে। ব্যক্তিগত তথ্য (Data) হাতিয়ে নিয়ে তা অন্য সংস্থাকে অনৈতিকভাবে বিক্রি করে ব্যবসা করার মতো অনৈতিক অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। যার বিরুদ্ধে ইউরোপীয়ান ইউনিয়নের সঙ্গে লড়াই চলছে তাদের। যদিও বরাবর ব্যক্তিতথ্য সুরক্ষিত রেখে অনৈতিক কোনও কাজের অভিযোগ মানতে অস্বীকার করেছে ফেসবুক।
মূলত, সোশ্যাল মেসেজিং অ্যাপগুলির সুরক্ষা বাড়াতেই এই ধরনের উদ্যোগ নিচ্ছে ফেসবুক। টেক ব্লগারদের মতে, ব্যক্তিগত গোপনীয়তায় যাতে হস্তক্ষেপ না হয় সেদিকেই এখন নজর দিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট। বিশেষ করে ভারতে সোশ্যাল মিডিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট সচেতন হয়েছে কোম্পানি।