WhatsApp Clone: গুপ্তচরের কাজ করছে হোয়াটসঅ্যাপের ক্লোন, আপনার ভিডিও-অডিওতে নজর রাখছে এই অ্যাপ
GB WhatsApp spying Indians: দেখতে এক হলেও এক নয়। হোয়াটসঅ্যাপের বেশে আপনার গোপন তথ্য চুরি করছে 'জিবি হোয়াটসঅ্যাপ'।
GB WhatsApp spying Indians: দেখতে এক হলেও এক নয়। হোয়াটসঅ্যাপের বেশে আপনার গোপন তথ্য চুরি করছে 'জিবি হোয়াটসঅ্যাপ'। সম্প্রতি গুগলের প্লে স্টোর থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপ।
WhatsApp Clone: সাইবার নিরাপত্তা সংস্থার রিপোর্টে জালিয়াতি ধরা
বর্তমানে বিশ্বের সবথেকে বেশি অ্যান্ড্রয়েড ট্রোজান আক্রমণের শিকার হচ্ছে ভারত। বিভিন্ন টেক সাইটের খবর সত্যি হলে, এই নতুন অ্যাপ ভারতীয়দের উপর গুপ্তচরবৃত্তি করছে। সাইবার-নিরাপত্তা সংস্থা ESET-এর একটি রিপোর্ট বলছে, WhatsApp-এর একটি ক্লোন বা হোয়াটসঅ্যাপ অ্যাপ জিবি হোয়াটসঅ্যাপের একটি থার্ড পার্টি সংস্করণ, যা দেশের মানুষের চ্যাটে গুপ্তচরবৃত্তি করছে।
GB WhatsApp: কী বলছে নিরাপত্তার রিপোর্ট ?
ইএসইটি রিপোর্ট অনুসারে, গত চার মাসে অ্যান্ড্রয়েড স্পাইওয়্যার সনাক্তকরণের বেশিরভাগ ক্ষেত্রেই 'জিবি হোয়াটসঅ্যাপ'-এর নাম সামনে উটে এসেছে। জিবি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের একটি জনপ্রিয় ক্লোন, যা আদতে একটি 'থার্ড পার্টি' সংস্করণ। এই ধরনের অ্যাপে অডিও ও ভিডিও রেকর্ডিং সহ অনেক বৈশিষ্ট্য রয়েছে। রিপোর্ট অনুযায়ী, গুগল প্লেতে জিবি হোয়াটসঅ্যাপ পাওয়া যাচ্ছে না। অতএব, অফিশিয়াল হোয়াটসঅ্যাপের মতো এতে কোনও নিরাপত্তা যাচাইকরণ আর নেই। টেক সাইটের রিপোর্ট বলছে, জিবি হোয়াটসঅ্যাপ ম্যালওয়্যার বা ভাইরাসে পূর্ণ।
ভারত দ্বিতীয় বৃহত্তম গুপ্তচরবৃত্তির শিকার
মে থেকে অগস্ট ২০২২ পর্যন্ত 'মোজি' নামে সবচেয়ে বড় ইন্টারনেট অফ থিংস (IoT) বটনেট তৈরি করা বটগুলির ভৌগলিক অবস্থানের ক্ষেত্রে ভারত (35 শতাংশ) চিনের (53 শতাংশ) পরেই দ্বিতীয় ছিল৷ ইএসইটির প্রধান গবেষণা কর্মকর্তা রোমান কোভাক জানান, রাশিয়াও র্যানসমওয়্যারের মাধ্যমে বহুলাংশে লক্ষ্যবস্তুর শিকার হয়েছে। রাশিয়ান আইপি ঠিকানাগুলির সঙ্গে ডেস্কটপ প্রোটোকল (RDP) সর্বাধিক সংখ্যক সাইবার আক্রমণের শিকার হয়েছে৷
কোভাক আরও বলেছেন, ভার্চুয়াল ও ফিজিক্যাল কারেন্সি জালিয়াতিকে সরাসরি প্রভাবিত করতে পারে এই ক্লোন হোয়াটসঅ্যাপ। ম্যাগকার্ট নামের পরিচিত একটি ওয়েব স্কিমার অনলাইন ক্রেতাদের ক্রেডিট কার্ডের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
WhatsApp New Facility: সম্প্রতি নতুন ফিচার দিতে চলেছে কোম্পানি। ৮ জনের জায়গায় একসঙ্গে ভিডিয়ো কলে যোগ দিতে পারবেন ৩২ জন। শীঘ্রই এই নতুন ফিচার আনতে চলেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ইতিমধ্য়েই ব্যবহারীকারীদের এই সুবিধা দিতে পরীক্ষা শুরু করে দিয়েছে কোম্পানি।
WhatsApp Video Call: কী নতুন করতে চাইছে হোয়াটসঅ্যাপ ?
ব্যবহারকারীদের পরিসংখ্যান বলছে, মেসেজিং অ্য়াপের দুনিয়ায় হোয়াটসঅ্যাপ খুবই জনপ্রিয় নাম। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্য়াপে মেসেজ ছাড়াও ভিডিয়ো কলিং করেন বহু মানুষ। সহজ ইন্টারফেস হওয়ায় এই অ্যাপ বর্তমানে সবার প্রথম পছন্দ হয়ে উঠেছে। সম্প্রতি ব্যবহারকারীদের একটি নতুন সুবিধা দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। এই বৈশিষ্ট্যের পরে হোয়াটসঅ্যাপ কলে আরও বেশি সংখ্যক ব্যবহারকারী যোগ দিতে পারবেন। এই সুবিধা চালু হওয়ার পরে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপেই মিটিং, পরিবার ও বন্ধুদের সঙ্গে আরও সহজে কথোপকথন করতে পারবেন।