এক্সপ্লোর

Inverter And Non-Inverter Air Conditioner: ইনভার্টার এসি নাকি নন-ইনভার্টার, কোনটা ভাল? কী পার্থক্য রয়েছে? আপনি কোনটা কিনলে কী কী সুবিধা পাবেন?

AC Buying Guide: আপনি কোন ধরনের এয়ার কন্ডিশনার কিনতে পারেন তা একেবারেই নির্ভর করবে আপনি কোন ঘরে এসি লাগাতে চাইছেন তার আকার, আয়তনের উপর এবং অতি অবশ্যই আপনার সাধ্যের উপরে।

Inverter And Non-Inverter Air Conditioner: বৈশাখের শুরু থেকেই এবছর কার্যত টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা। বৃষ্টির দেখা নেই। অস্বস্তিকর পরিবেশ ক্রমশ বেড়েই চলেছে। পারদ পেরিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কোঠা। কোনওদিন আর্দ্রতার পরিমাণ এতটা বেশি রয়েছে যে ঘেমেনেয়ে একসা হচ্ছেন আমআদমি। কোনওদিন আবার উত্তর ভারতের মতো শুষ্ক গরম অনুভব করতে হচ্ছে। তাপের কারণে জ্বলছে চোখ-মুখ। কোনওভাবেই স্বস্তি পাচ্ছেন না সাধারণ মানুষ। অন্তত রাতের ঘুমটুকু যাতে শান্তিতে হয় তার জন্য অনেকেই লাইন দিয়েছেন এয়ার কন্ডিশনারের (Air Conditioner) দোকানে। আর সেখানেই সমস্যায় পড়ছেন অনেকে। যাঁরা নতুন এসি মেশিন কিনতে গিয়েছেন তাঁরা বুঝে উঠতে পারছেন না ইনভার্টার (Inverter Air Conditioner) সমেত স্মার্ট এয়ার কন্ডিশনার কিনবেন, নাকি বাড়িতে নিয়ে আসবেন নন-ইনভার্টার এসি (Non Inverter Air Conditioner)। কারও মতে ইনভার্টার সমেত এসি মেশিনই সেরা। কেউবা শুনেছেন নন-ইনভার্টার এসি কিনলেই নাকি লাভ বেশি। এর ফলে সিদ্ধান্তে উপনীত হতে একটু সমস্যা হচ্ছে বইকি। তাই যাঁরা প্রথম এয়ার কন্ডিশনার কিনতে গিয়েছেন, তাঁদের জন্য রইল সহজ কিছু টিপস। 

ইনভার্টার এবং নন-ইনভার্টার এয়ার কন্ডিশনার 

এই দুই ধরনের এসি মেশিনের ক্ষেত্রে মূল পার্থক্য নির্ভর করে কমপ্রেসারের প্রযুক্তির উপরে। ইনভার্টার যুক্ত এসি মেশিনে যে কমপ্রেসার থাকে তা বিভিন্ন ভাবে ভিন্ন কাজে ব্যবহার করা যায়। একাধিক গতিতে এই কমপ্রেসার কাজ করতে পারে। যে ঘরে এসি মেশিন লাগানো রয়েছে তার নিরিখে এবং বাইরের তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ঘরে একটা আরামদায়ক তাপমাত্রা তৈরি করতে পারে। ইনভার্টার যুক্ত এসি- র সাহায্যে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয়। এই ধরনের এয়ার কন্ডিশনার এনার্জি এফিশিয়েন্ট। অর্থাৎ এসি চালালেই আকাশছোঁয়া বিদ্যুতের বিল আসার সম্ভাবনা নেই। এর পাশাপাশি বাইরের উষ্ণতার নিরিখে ঘরের ভিতরের তাপমাত্রা ভালভাবে নিয়ন্ত্রণে রাখে সক্ষম হয় ইনভার্টার যুক্ত স্মার্ট এয়ার কন্ডিশনার। 

আরও অনেক সুবিধা রয়েছে ইনভার্টার এসি মেশিনের। যে ঘরে এই ধরনের এসি থাকবে সেখানে মোটামুটি একটা তাপমাত্রা বজায় রাখতে পারে ইনভার্টার এসি। সেই সঙ্গে কতটা পাওয়ার কনজাম্পশন হচ্ছে সেদিকেও নিয়ন্ত্রণ থাকে এসি মেশিনের। তাপমাত্রার বিরাট হেরফের হয়ে যাচ্ছে এমনটা লক্ষ্য করা যায় না। আর দাম দিয়ে যখন এয়ার কন্ডিশনার কিনবেন তখন সমস্ত ব্যবহারকারীই চাইবেন তাঁর ডিভাইস যেন অনেকদিন ভালভাবে টিকে যায়। এই নিরিখেও ইনভার্টার যুক্ত এয়ার কন্ডিশনার যথেষ্ট টেকসই। দ্রুত গতিতে কাজ করতেও সক্ষম। অর্থাৎ ঘর ঠান্ডা হতে বেশি সময় লাগে না। 

অন্যদিকে নন-ইনভার্টার এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে কমপ্রেসার বিভিন্ন গতিতে কাজ করে না। একটাই গতি থাকে নন-ইনভার্টার এয়ার কন্ডিশনার মেশিনের।  তাপমাত্রার হেরফের লক্ষ্য করা যায়। এই জাতীয় এসি মেশিন চালালে শব্দ হয় অনেক বেশি। আর সবচেয়ে বড় সমস্যা হল নন-ইনভার্টার এয়ার কন্ডিশনার চালালে বিদ্যুতের বিল বেশি আসার সম্ভাবনা থাকেই। এছাড়াও এই ধরনের এসি মেশিন ইনভার্টার এসি- রমতো দ্রুত ঘর ঠান্ডা করতে পারে না। কমপ্রেসারের উপর সেভাবে নিয়ন্ত্রণ থাকে না। 

ইনভার্টার এয়ার কন্ডিশনার এবং নন-ইনভার্টার এসি মেশিনের মধ্যে কী কী পার্থক্য রয়েছে, দেখে নিন 

কমপ্রেসার এবং তার প্রযুক্তি 

ইনভার্টার যুক্ত এয়ার কন্ডিশনারের মধ্যে থাকা কমপ্রেসার একাধিক গতিতে কাজ করতে পারে। বাইরের তাপমাত্রা কেমন রয়েছে সেই অনুসারে কমপ্রেসারের মোটর নিজের গতি বাড়িয়ে, কমিয়ে ঘরের তাপমাত্রা আরামদায়ক ভাবে তৈরি করে। ঘর ঠান্ডা হয়ে গেলেও নিয়ন্ত্রণ রাখে তাপমাত্রার দিকে। যেহেতু ইনভার্টার এসি মেশিন বিভিন্ন গতিতে কাজ করতে পারে তাই এই মেশিন আসলে এনার্জি এফিশিয়েন্ট। ফলে ইলেকট্রিক বিল বেশি আসবে না।

অন্যদিকে নন-ইনভার্টার এয়ার কন্ডিশনারে কমপ্রেসারের একটাই গতি থাকে। তার ফলে এই মেশিন একইভাবে চলতে থাকে। এটি এনার্জি এফিশিয়েন্ট ডিভাইস নয়। ফলে ইলেকট্রিক বিল বেশি আসে। অথচ দ্রুত ঘর ঠান্ডাও হয় না। ঘরের তাপমাত্রার উপরেও সেভাবে নিয়ন্ত্রণে থাকে না। সুইচ অন/অফ করে কাজ করাতে হয় এই এসি মেশিনকে। ইনভার্টার এসি- র মতো সব নিজের নজরে রাখতে পারে।  

আওয়াজ 

যেহেতু ইনভার্টার এয়ার কন্ডিশনারের কমপ্রেসারের মোটর একাধিক গতিতে কাজ করতে পারে তাই প্রয়োজন অনুসার এর গতি বেড়ে যায় কিংবা কমে যায়। বেশি আওয়াজও হয় না এসি চালালে। ঠিক উল্টোটা হয় নন-ইনভার্টার এয়ার কন্ডিশনার ব্যবহার করলে। কমপ্রেসারের একটাই গতি, বারবার সুইচ অন/অফ করে এসি চালানো, সব কারণেই আওয়াজ হয় বেশি।

খরচ 

ইনভার্টার এইয়ার কন্ডিশনারের দাম বেশি। একাধিক উন্নত ও আধুনিক প্রযুক্তি যুক্ত থাকার কারণেই এই জাতীয় এসি মেশিনের দাম নন-ইনভার্টার এসি মেশিনের তুলনায় বেশি। কিন্তু এই এসি মেশিন ঘরে লাগালে বিদ্যুতের বিল কম আসবে। বিভিন্ন সমীক্ষা অনুসারে একটি ইনভার্টার এসি একটি নন-ইনভার্টার এসি মেশিনের তুলনায় ৩০ শতাংশ ইলেকট্রিক বিল সাশ্রয় করতে পারে। ইনভার্টার এসি দীর্ঘমেয়াদি, কিন্তু এর দেখভালের খরচ তুলনায় বেশি। 

নন-ইনভার্টার এয়ার কন্ডিশনারের দাম ইনভার্টার যুক্ত এসি- র তুলনায় কম। কিন্তু ইনভার্টার ছাড়া এসি মেশিন ব্যবহার করলে আপনার বাড়ির ইলেকট্রিক বিল চড়চড় করে চড়ে যেতে পারে। তবে এই ধরনের এসি- র দেখভালের খরচ ইনভার্টার এসি- র তুলনায় কম। 

আপনি কোন এয়ার কন্ডিশনার কিনবেন 

আপনি কোন ধরনের এয়ার কন্ডিশনার কিনতে পারেন তা একেবারেই নির্ভর করবে আপনি কোন ঘরে এসি লাগাতে চাইছেন তার আকার, আয়তনের উপর এবং অতি অবশ্যই আপনার সাধ্যের উপরে। এর পাশাপাশি আপনার ঘর কীরকম মানে ফাঁক-ফোকর যুক্ত নাকি এয়ার-টাইট করা সম্ভব, তার উপরে নির্ভর করতে পারে এসি মেশিন কতদিন ভালভাবে চালু থাকবে সেই বিষয়টি। এছাড়াও ইলেকট্রিক বিলের পরিমাণও এর সঙ্গে জড়িত। আপনি কীভাবে এসি মেশিন ব্যবহার করছেন, কী জন্য ব্যবহার করতে চাইছেন- এর উপরেও নির্ভর করছে আপনার জন্য কোন এয়ার কন্ডিশনার আদর্শ হবে।

এয়ার কন্ডিশনার কেনার ক্ষেত্রে আর একটি বিষয় গুরুত্বপূর্ণ। ইনভার্টার এসি মূলত ৫ স্টার রেটিং যুক্ত হয়। আর নন-ইনভার্টার এসি ৩ স্টার রেটিং যুক্ত হয়। Bureau of Energy Efficiency- এই রেটিং প্রদান করে। এসি মেশিনে ২৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেট করে একটি পরীক্ষা করা হয়। সেক্ষেত্রে যদি এয়ার কন্ডিশনার মেশিন 2.7 KWh থেকে 3.09 KWh- র মধ্যে পাওয়ার সেভ করতে পারে তাহলে তাকে দেওয়া হয় ওয়ান স্টার। আর যদি এসি মেশিন 4 KWh- এর বেশি পাওয়ার সেভ করতে পারে অন্যান্য এসি- র তুলনায় তাহলে সেই মেশিনকে দেওয়া হয় ৫ স্টার। এই ৫ স্টার যুক্ত এয়ার কন্ডিশনার হল 'ম্যাক্সিমাম পাওয়ার এফিসিয়েন্ট ডিভাইস'। 

তথ্যসূত্র- টিসিএল, টাইমস অফ ইন্ডিয়া, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি, ইন্ডিয়ান এক্সপ্রেস 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

RCB vs PBKS Live: নতুন বলে আগুন ঝরাচ্ছেন অর্শদীপ, পাওয়ার প্লেতে দলকে জোড়া সাফল্য এনে দিলেন তারকা বোলার
নতুন বলে আগুন ঝরাচ্ছেন অর্শদীপ, পাওয়ার প্লেতে দলকে জোড়া সাফল্য এনে দিলেন তারকা বোলার
Dilip Ghosh : একটু পরেই বিয়ে দিলীপ-রিঙ্কুর, উপহারে কী দিলেন লকেট, সুকান্ত? কে কে থাকছেন বিয়েতে?
একটু পরেই বিয়ে দিলীপ-রিঙ্কুর, উপহারে কী দিলেন লকেট, সুকান্ত? কে কে থাকছেন বিয়েতে?
IPL 2025: কিপারের দোষে শাস্তি পাচ্ছে বোলার! রিকেলটনের বিতর্কিত নট আউটকে কেন্দ্র করে নিয়ম বদলের ডাক বরুণের
কিপারের দোষে শাস্তি পাচ্ছে বোলার! রিকেলটনের বিতর্কিত নট আউটকে কেন্দ্র করে নিয়ম বদলের ডাক বরুণের
Multibagger Stock : ১ লাখ রাখলে পেতেন ২৪ লাখ, এই মাল্টিব্যাগার পেনি স্টক দিয়েছে ২৩০০ শতাংশ রিটার্ন
১ লাখ রাখলে পেতেন ২৪ লাখ, এই মাল্টিব্যাগার পেনি স্টক দিয়েছে ২৩০০ শতাংশ রিটার্ন
Advertisement
ABP Premium

ভিডিও

Dilip Ghosh Wedding: 'ব্যক্তিগতভাবে খুবই খুশি এটা ভেবে যে মা খুশি,' বললেন রিঙ্কু মজমুদারের ছেলেDilip Ghosh Wedding: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা, চিরকুমার দিলীপের চিরসঙ্গী রিঙ্কুMadan Mitra: 'আমি বিয়েবাড়ি যাব বলে একদম প্রস্তুত', দিলীপ ঘোষের বিয়ে প্রসঙ্গে বললেন মদন মিত্রMalda News:ক্যাম্পের ভিতর রাজ্যপাল,বাইরে তুমুল বিক্ষোভ স্থানীয়দের,  মালদার বৈষ্ণবনগরে প্রবল উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RCB vs PBKS Live: নতুন বলে আগুন ঝরাচ্ছেন অর্শদীপ, পাওয়ার প্লেতে দলকে জোড়া সাফল্য এনে দিলেন তারকা বোলার
নতুন বলে আগুন ঝরাচ্ছেন অর্শদীপ, পাওয়ার প্লেতে দলকে জোড়া সাফল্য এনে দিলেন তারকা বোলার
Dilip Ghosh : একটু পরেই বিয়ে দিলীপ-রিঙ্কুর, উপহারে কী দিলেন লকেট, সুকান্ত? কে কে থাকছেন বিয়েতে?
একটু পরেই বিয়ে দিলীপ-রিঙ্কুর, উপহারে কী দিলেন লকেট, সুকান্ত? কে কে থাকছেন বিয়েতে?
IPL 2025: কিপারের দোষে শাস্তি পাচ্ছে বোলার! রিকেলটনের বিতর্কিত নট আউটকে কেন্দ্র করে নিয়ম বদলের ডাক বরুণের
কিপারের দোষে শাস্তি পাচ্ছে বোলার! রিকেলটনের বিতর্কিত নট আউটকে কেন্দ্র করে নিয়ম বদলের ডাক বরুণের
Multibagger Stock : ১ লাখ রাখলে পেতেন ২৪ লাখ, এই মাল্টিব্যাগার পেনি স্টক দিয়েছে ২৩০০ শতাংশ রিটার্ন
১ লাখ রাখলে পেতেন ২৪ লাখ, এই মাল্টিব্যাগার পেনি স্টক দিয়েছে ২৩০০ শতাংশ রিটার্ন
Reliance Industries Q4 Result: রিলায়েন্সে বড় খবর, এই দিনে ঘোষণা হবে ত্রৈমাসিকের ফল
রিলায়েন্সে বড় খবর, এই দিনে ঘোষণা হবে ত্রৈমাসিকের ফল
Drowning Death: স্নান করতে গিয়ে আর ফেরা হল না যুবকের, দামোদরের পাড়ে কান্নার রোল
স্নান করতে গিয়ে আর ফেরা হল না যুবকের, দামোদরের পাড়ে কান্নার রোল
Dilip Ghosh : দিলীপের পছন্দে কিনেছেন শাড়ি, চলছে সাজগোজ, ১৭ বছরের প্রতীক্ষা সার্থক, বলছেন রিঙ্কু
দিলীপের পছন্দে কিনেছেন শাড়ি, চলছে সাজগোজ, ১৭ বছরের প্রতীক্ষা সার্থক, বলছেন রিঙ্কু
UPI Failure Rates :  UPI লেনদেনে ব্যর্থতার হারে সবার ওপরে SBI, কোন ব্যাঙ্কে কম ফেলিওর ?
UPI লেনদেনে ব্যর্থতার হারে সবার ওপরে SBI, কোন ব্যাঙ্কে কম ফেলিওর ?
Embed widget