এক্সপ্লোর
Advertisement
Holi 2024: দোলের দিন রং-আবির-জল থেকে নিজের ফোন, ইয়ারফোন কিংবা স্মার্টওয়াচ সুরক্ষিত রাখবেন কীভাবে?
Holi Colours: ফোনের ডিসপ্লের উপর কোনওভাবে রং বা আবিরের সামান্য ছিঁটে পড়লেও তা অনেকদিন পর্যন্ত থেকে যেতে পারে।
Holi 2024: দোলের দিন রং (Holi Colours) খেলার সময় যদি সঙ্গে থাকে স্মার্টফোন (Smartphones), স্মার্টওয়াচ (Smartwatches), ইয়ারফোন (Earphones) কিংবা অন্যান্য ইলেকট্রনিক জিনিস (Electronics Gadgets), তাহলে সেগুলি আবির, রং, জলের থেকে কীভাবে সুরক্ষিত রাখবেন? এর জন্য কয়েকটি জিনিস ব্যবহার করতে হবে। তাহলে আপনার ডিভাইসগুলি সুরক্ষিত থাকবে, সহজে নষ্ট হবে না। কোন কোন জিনিস ব্যবহার করে স্মার্টফোন, ইয়ারফোন, স্মার্টওয়াচ সুরক্ষিত রাখবেন, দেখে নেওয়া যাক।
- ওয়াটার প্রুফ ফোনের কভার- যেহেতু জলে সবচেয়ে তাড়াতাড়ি ফোন নষ্ট হয় তাই, ফোনের কভার ওয়াটার প্রুফ রাখার চেষ্টা করুন। এছাড়াও প্লাস্টিকের জিপলক পাউচ ব্যাগের ফোন ভরে রাখতে পারেন। তাহলে সহজে ফোনে জল, রং, আবিরের গুঁড়ো এসব লাগবে না।
- সিলিকা পাউচ- এটিও এক ধরনের জিপলক পাউচ। এর মধ্যে স্মার্টফোনের পাশাপাশি যদি অন্যান্য গ্যাজেটও রাখা হয় এবং তার মধ্যে যদি একটুও জল থাকে, সেটা এই পাউচ শুষে নেবে। বিভিন্ন গ্যাজেট ডিভাইসের অতিরিক্ত জল শুষে নেয় এই সিলিকা পাউচ। তার ফলে ময়শ্চারাইজড ভাব দেখা যায় না এবং গ্যাজেট সুরক্ষিত থাকে।
- ইয়ারফোনে যদি রং লেগে যায় তাহলে তা বসে যায়। মুছে ফেলা কষ্টসাধ্য। একই বিষয় হতে পারে স্মার্টওয়াচের ব্যান্ডের ক্ষেত্রেও। এই সমস্যা এড়ানোর জন্য ইয়ারফোন কিংবা স্মার্টওয়াচের ব্যান্ডে গ্লিসারিন অথবা ময়শ্চারাইজার লাগিয়ে রাখুন। এরপর যদি রং লেগেও থাকে তাহলে সামান্য তুলো দিয়ে ঘষলে তা উঠে যাবে।
- ফোনের ডিসপ্লের উপর কোনওভাবে রং বা আবিরের সামান্য ছিঁটে পড়লেও তা অনেকদিন পর্যন্ত থেকে যেতে পারে। এমনিতে ঘষলেও এই দাগ উঠতে চায় না। সেক্ষেত্রে আপনি আগে থেকে ফোনের স্ক্রিনের ব্যাপারে সতর্ক থাকুন। সবচেয়ে ভাল বিষয় হল ফোনের ডিসপ্লে ঢেকে রাখা। সেই ধরনেরই ফোন কভার ব্যবহার করুন। এছাড়াও ফোনের স্ক্রিনে প্রোটেক্টর বা স্ক্রিন গার্ড ব্যবহার করা প্রয়োজন। সেটা যতটা মোটা এবং ভাল মানের হবে ফোন তত বেশি সুরক্ষিত থাকবে।
- ফোনের মধ্যে চার্জিং পোর্ট, অডিও জ্যাক, স্পিকার গ্রিন- এইসব অংশে সূক্ষ্ম ফাঁকা থাকে এবং তার মধ্যে দিয়ে ফোনে আবিরের গুঁড়ো, রং, জল এইসব ঢুকে যাওয়া খুব একটা অদ্ভুত ব্যাপার নয়। তাই ভালমানের অ্যাডেসিভ টেপ দিয়ে এইসব খোলা অংশ বন্ধ করে দেওয়াই ভাল। তাহলে ফোন সুরক্ষিত থাকবে। সর্বোপরি চেষ্টা করুন দোল খেলার সময় সঙ্গে ফোন, ইয়ারফোন, ট্যাব, স্মার্টওয়াচ ইত্যাদি না রাখতে। কারণ এগুলি থাকলে ক্ষতির সম্ভাবনা থেকেই যাবে। তাই সতর্ক থাকা প্রয়োজন।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে ভয়েস ট্রান্সক্রিপশন ফিচার, কী কী সুবিধা পাওয়া যাবে?
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement