SORA AI: কয়েক মিনিটেই টেক্সট থেকে ভিডিয়ো বানাবে AI, এসে গেল Open AI Sora- কীভাবে কাজ করবে ?
Open AI Sora: এবার কয়েক লাইন টেক্সট লিখেই এক মিনিটের একটা আস্ত ভিডিয়ো বানিয়ে ফেলা যাবে এআইয়ের সাহায্যে। ওপেন এআই নিয়ে এল নতুন মডেল। কীভাবে কাজ করে ?
AI Technology: AI-এর দুনিয়ায় একের পর এক বিপ্লব চলেছে। চ্যাট জিপিটি আসার পর সারা বিশ্বের প্রযুক্তিতে বিশাল পরিবর্তন এসে গিয়েছে। সব কিছুই এখন করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কিছু বিষয়ে লিখতে বললে লিখে দেবে, অনুবাদ করতে বললে তাও করে দেবে এআই (SORA AI)। আর এবার ভিডিয়োও বানিয়ে দেবে এআই। ওপেন এআই নিয়ে এল টেক্সট টু ভিডিয়ো এআই মডেল, নাম এআই সোরা (Sora AI)। সামান্য কিছু টেক্সট থেকেই একটা আস্ত ১ মিনিটের ভিডিয়ো বানিয়ে দিতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।
'আমরা এআই-কে (Open AI) শিখিয়ে দিচ্ছি কীভাবে চলমান বাস্তব জগতকে বুঝতে হয়, কীভাবে এই জগতের ভাষা আয়ত্ত করতে হয় এবং বাস্তব জগতের সমস্যা সমাধানের জন্য রিয়াল ওয়ার্ল্ড ইন্টার্যাকশনের প্রশিক্ষণও দিয়ে দিচ্ছি আমরা।' এমনটাই দাবি করেছে সোরা এআই-এর (SORA AI) ব্লগ। ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান তাঁর এক্স হ্যান্ডলে এই বিশেষ টুলটি কীভাবে কাজ করে তা দেখিয়েছেন। সেই পোস্টে তিনি লিখেছেন যে, কমেন্টে এবং ক্যাপশনের মাধ্যমে নেটিজেনরা জানাক তাঁরা ঠিক কীরকম ভিডিয়ো চান, আর সেই চাহিদাকে মাথায় রেখেই ভিডিয়ো বানানো শুরু করবে সোরা এআই। আর এই পোস্ট দেখে বহু অনুরাগী কমেন্টেই নানারকম টেক্সট প্রম্পট লিখে দেন এবং তাঁর থেকে যে রেজাল্ট আসে তা স্যাম অল্টম্যান পোস্ট করেন এক্স হ্যান্ডলে। সেই ভিডিয়ো দেখে কখনও মনে হবে না যে সেটা এআই দ্বারা নির্মিত। একেবারে বাস্তবের মত।
ওপেন এআই (SORA AI) জানিয়েছে, সোরা এআইয়ের সাহায্যে বহু চরিত্র সম্পন্ন একাধিক ঘটনা, জটিল ব্যাকগ্রাউন্ড সহ দৃশ্যও তৈরি করতে পারবে। এই মডেলটি শুধু যে ব্যবহারকারীর কমান্ড প্রম্পটকে পড়ে কাজ করে তা নয়, বরং বাস্তব দুনিয়ায় কীভাবে এই সমস্ত উপাদানগুলি দেখতে হয়, কেমন তাঁর রূপ হয় সে ব্যাপারেও ধারণা দেবে সোরা এআই।
ওপেন এআই জানাচ্ছে, সোরা (SORA AI) মডেলটি খুব গভীরভাবে ভাষা বুঝতে সক্ষম, প্রম্পট ইন্টারপ্রিট করতে পারে এই মডেল, আবেদনযোগ্য চরিত্র সৃষ্টিতে সাহায্য করে সোরা। একটা সিঙ্গল জেনারেটেড ভিডিয়োর মধ্যে সোরা অনেকগুলি শট তৈরি করতে পারে। তবে সোরা এআই-এর (Open AI) এত ক্ষমতা, দক্ষতা নিয়ে সন্দিগ্ধ নেটিজেনদের একাংশ। অনেকেই গভীর উদ্বেগ জানিয়েছেন সমাজমাধ্যমে যে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই যদি এমন সব ভিডিয়ো বানিয়ে ফেলা যায়, তাহলে আরও কী কী করা সম্ভব ! এআইটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও কাজ চলছে। ওপেন এআই (Open AI) এ বিষয়ে নানারকম পদ্ধতি অবলম্বন করে এর নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে উদ্যোগী হয়েছে।
আরও পড়ুন: Smartphones: ভারতে ১৫ হাজার টাকার মধ্যে কোন কোন ফোন কিনতে পারবেন? রইল তালিকা