Ekhon Kolkata : 'উত্তরপ্রদেশে খেলা হবে', ভোটপ্রচারে গিয়ে বার্তা মমতার | Bangla News
বৃহস্পতিবার বারাণসীর জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের বিজেপিকে আক্রমণ করেন। বলেন, "কাল আমাকে চূড়ান্ত অপমান করেছে বিজেপি। আমাকে অপমানের জবাব দেবেন মা-বোনেরা। বিজেপি যে পাপ করেছে, তা কখনও ধোয়া যাবে না। বিজেপিকে ধাক্কা দিয়ে ছুড়ে ফেলে দিন। আচ্ছে দিনের কথা বলে বিজেপি খারাপ দিন নিয়ে এসেছে। অখিলেশকে জয়ী করলে আমি খুশি হব। উত্তরপ্রদেশে খেলা হবে।"
এপ্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় স্তরে নরেন্দ্র মোদির বিকল্প মুখ হিসেবে যেভাবে উঠে আসছেন তাতে ভীত বিজেপি। ইতিমধ্যেই তৃণমূল বিজেপির বিকল্প শক্তির ভরকেন্দ্র হয়ে উঠছে। এই প্রতিক্রিয়ায় আদতে তৃণমূল নেত্রীর শক্তি প্রমাণিত হল।"
বারাণসীর দশাশ্বমেধ ঘাটের পথে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেত্রী। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, "রাজনৈতিক মতাদর্শের ফারাক থাকতেই পারে। তবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যেভাবে হেনস্থা করা হল তা অত্যন্ত নিন্দনীয়।"