ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৭.১০.২৪ )পর্ব ২: গণস্বাক্ষর অভিযান জুনিয়র চিকিৎসকদের, পুলিশি বাধার অভিযোগ
Ghantakhanek Sange Suman: নিজেদের দাবির সমর্থনে জুনিয়র চিকিৎসকরা এবার সাধারণ মানুষের সই সংগ্রহ শুরু করলেন। আর সেই কর্মসূচির শেষে তাঁরা অভিযোগ করলেন, সই সংগ্রহের জন্য় যে ম্য়াটাডোরগুলো শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছে, বেছে বেছে সেই গাড়িগুলোকে কেস দিয়েছে পুলিশ। অন্য়দিকে, আজই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন, অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়া, চিকিৎসক অনিকেত মাহাতো। কিন্তু জট কাটবে কবে? জুনিয়র ডাক্তারদের দাবি নিয়ে কী ভাবছে রাজ্য় সরকার? দ্রোহের কার্নিভালে জমায়েত দেখে, ভবিষ্য়তে ব্রিগেডে এই ধরনের সমাবেশ করা যায় কিনা, তা নিয়ে চিন্তাভাবনা করছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তা নিয়েই এবার তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন, তৃণমূলের কুণাল ঘোষ। আর জি করকাণ্ডে ক্রমেই চাপ বাড়ছে CBI-এর ওপর। তিলোত্তমার দ্রুত বিচারের দাবিতে এর আগে একাধিকবার সিজিও কমপ্লেক্স অভিযান করেছিলেন চিকিৎসকরা। এবার একই দাবিতে, CBI অফিস অভিযান করল মহিলাদের একটা সংগঠন। চার্জশিটকে সামনে রেখে, মিছিল থেকে প্রশ্ন তোলা হল, কলকাতা পুলিশের তদন্তেই কেন সিলমোহর দিল CBI?