Pollution: শীতের শুরুতে দাপট দেখাচ্ছে বায়ু দূষণ, দূষণের মাত্রা উদ্বেগ বাড়াচ্ছে পরিবেশবিদদের
ABP Ananda Live: শীতের শুরুতে দাপট দেখাচ্ছে বায়ু দূষণ। কলকাতা ও জেলায় দূষণের মাত্রা উদ্বেগ বাড়াচ্ছে পরিবেশবিদদের। বোটানিক্যাল গার্ডেনের দূষণ পিছনে ফেলে দিয়েছে ব্যারাকপুর, দাশনগরের মতো শিল্পাঞ্চলকে। পিছিয়ে নেই কলকাতাও। রাজধানী দিল্লিতে কোনও কোনও জায়গায় দূষণের মাত্রা চারশো ছাড়িয়েছে।
আরও খবর, বৃহস্পতিবার আদানি-ইস্য়ুতে সরাসরি প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে তৃণমূলও। গতবছর হিন্ডেনবার্গ রিপোর্টে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ সামনে আসার পর গৌতম আদানির গ্রেফতারি অবধি দাবি করেন তৃণমূল সাংসদরা। তবে তৃণমূলের এই আদানি-বিরোধিতা রাহুল গান্ধীর মতো ধারাবাহিক নয়। তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের বরাত আদানি গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ২০২১ সালের ২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন গৌতম আদানি। ২০২২ সালে রাজ্য় সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের লেটার অফ ইন্টেন্ট তুলে দেন মুখ্য়মন্ত্রী।