Parliament News: ভুয়ো আধার কার্ড নিয়ে সংসদভবনে ঢোকার চেষ্টা! কীভাবে? ABP Ananda Live
ABP Ananda Live: ভুয়ো আধার কার্ড নিয়ে সংসদভবনে ঢোকার চেষ্টা! সংসদের গেট নম্বর ৩ দিয়ে সংসদে ঢোকার চেষ্টা ৩ শ্রমিকের। ৩ জনকেই পাকড়াও করলেন সিআইএসএফ জওয়ানরা। ৩ জনকেই দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের জেরা করছে দিল্লি পুলিশ।
গতবারের তুলনায় এবার লোকসভা ভোটে, বাংলায় বিজেপির আসন কমেছে। কিনতু, পরিসংখ্য়ান বলছে, একুশের বিধানসভা ভোটে বিজেপি এরাজ্য়ে যতগুলি আসনে জিতেছিল, এবার লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, তার থেকে বেশি আসনে এগিয়ে আছে বিজেপি। উল্টোদিকে, একুশের বিধানসভা ভোটে তৃণমূল যত আসন পেয়েছিল, এবার লোকসভার ফলের নিরিখে তার চেয়ে কম আসনে এগিয়ে আছে ঘাসফুল শিবির। ২০২১ সালের বিধানসভা ভোটে তারা ৭৭টি আসনে জিতেছিল।পরে ৩টি বিধানসভা উপ নির্বাচনে হেরে যায় তারা। শান্তিপুর, দিনহাটা ও ধূপগুড়ি। অর্থাৎ ৭৪-এ দাঁড়ায় বিজেপির বিধায়ক সংখ্য়া। কিনতু, এবার লোকসভা ভোটে বিধানসভাওয়াড়ি ফল দেখে বোঝা যাচ্ছে রাজ্যে ৯২টি বিধানসভায় বিজেপি লিড পেয়েছে।