Durga Puja 2021: করোনাকালে কোলাকুলি না থাকলেও, বিজয়ায় মিষ্টিমুখে নেই বিধিনিষেধ | Bangla News
সংসারের এক কোণে ফের একাকিনী উমা৷ পাঁচদিনের ছুটি সেরে আবার কৈলাসে পাড়ি। আলো ঝলমলে পাড়ার গলিটা ফের অন্ধকার। মনখারাপের বিজয়া। করোনাকালে কোলাকুলি নেই। দূর থেকেই শুভেচ্ছা বিনিময়। তবে রসনা তৃপ্তিতে নেই বিধিনিষেধ। রসে ডোবা সাবেক রাজভোগ কিংবা জলভরা বা হাল ফ্যাশনের চকোলেট সন্দেশ, বিজয়ার শুভেচ্ছা কি মিষ্টি ছাড়া হয়! তাই, বিসর্জনের বাদ্যি বাজতেই মিষ্টি কেনার ধুম।
প্রিয়জনের মুখে মিষ্টি৷ তাই সেই মিষ্টি বাছাইয়ে কোনও আপস নয়৷ প্রয়োজনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তুলে নেওয়া সেরা মিষ্টিটা৷ যদিও মিষ্টি বিক্রেতাদের দাবি, অন্যান্যবারের তুলনায় ক্রেতাদের ভিড় অনেকটাই কম।
থিম-সাবেকির টক্করের মতোই দোকানে দোকানে ট্যাডিশনাল আর ফিউশন মিষ্টির লড়াই। হাজার হাতছানির মধ্যেও আজকের জন্য সেরাটা বেছে নেওয়াও কম কথা নয়।
![Kolkata News: রাতের শহরে দুষ্কৃতীদের দাপট, নিউ মার্কেট এলাকায় আক্রান্ত দুই ব্যবসায়ী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/8f9ad98318a2cd8159c3caed2b5e33391739713511929967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)