ড্রাগ চ্যাটের কথা স্বীকার, কিন্তু মাদক সেবন করেননি, দাবি দীপিকার, অস্বীকার শ্রদ্ধারও
ড্রাগ-তদন্তে এনসিবি দফতরে দীপিকা পাডুকোন ও তাঁর ম্যানেজারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ। জানা যাচ্ছে, চ্যাটের কথা স্বীকার করলেও মাদক সেবনের কথা অস্বীকার করেছেন দীপিকা। এনসিবি সূত্রে দাবি, ড্রাগ চ্যাট ও হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হওয়ার কথা স্বীকার করে নিলেও মাদক সেবনের কথা অস্বীকার করেছেন দীপিকা। ছিছোড়ে-র জন্য সুশান্তের পার্টিতে ড্রাগ নেওয়া হলেও তিনি মাদক সেবন করেননি, এমনটা জানিয়েছেন শ্রদ্ধা। এদিন সকাল ১০ টার আগেই এনসিবির গেস্ট হাউসে পৌঁছে যান দীপিকা। এনসিবি সূত্রে খবর, আগে কারিশ্মাকে ডাকা হলে তিনি অসুস্থতার কথা বলে চার-পাঁচ দিন সময় নেন। পরে জানা যায়, করিশ্মা গোয়ায় ধর্ম প্রোডাকশানের শ্যুটিংয়ে ছিলেন। সেখানে দীপিকাও ছিলেন। সূত্রের খবর, সেখানেই তাঁরা আলোচনা সেরে নেন বলে মনে করা হচ্ছে। এনসিবি সূত্রের খবর, দীপিকাকে পাঁচজন জিজ্ঞাসাবাদ করছেন তার মধ্যে ১ জন মহিলা অফিসারও রয়েছেন। দীপিকার মোবাইল ফোন হেফাজতে নিয়েছেন এনসিবি আধিকারিকরা। শ্রদ্ধা ও সারাকেও জিজ্ঞাসাবাদ করছেন এনসিবি আধিকারিকরা।