Covid Update: তিন মাস পরে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ১৩০০-র নিচে
তিন মাস পর রাজ্যে দৈনিক করোনা (Covid) সংক্রমণ নামল ১ হাজার ৩০০-র নিচে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৭ জন। একদিনে রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ২০ জনের। অন্যদিকে একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৭ জন। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৫০০। আজ রাজ্যে সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ।
অন্যদিকে, কুলটি ভ্যাকসিনেশন ক্যাম্পে টিকা বিতর্কে আরও অস্বস্তিতে আসানসোলের (Asansol) প্রাক্তন ডেপুটি মেয়র তবসসুম আরা (Tabassum Ara)। কুলটি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বিজেপি (BJP)। আসানসোল সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের তরফে গতকাল অভিযোগ জানানো হয়েছে। সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে এদিন ভ্যাকসিন গ্রহীতার বাড়িতে যান আসানসোল পুরসভার একটি মেডিক্যাল টিম। পুরসভার চিকিৎসক জানিয়েছেন নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে তবসসুমের হাত থেকে টিকা নেওয়া ওই মহিলাকে।