(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update: বুধবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যজুড়ে, পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের
বুধবার থেকে বৃষ্টি (Rain Forecast) বাড়বে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গে (North Bengal) সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস। কলকাতায় (Kolkata) বজ্র বিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি (Scattered Rain With Thunderstorm) হতে পারে। তবে বৃষ্টি হলেও জলীয় বাষ্প (Water Vapour) বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত (Humidity) অস্বস্তি। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে বিহার (Bihar) ও উত্তরবঙ্গ হয়ে নাগাল্যান্ড (Nagaland) পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এছাড়া, বিহার থেকে ওড়িশা (Odisha) পর্যন্ত রয়েছে উত্তর-দক্ষিণ অক্ষরেখা। তার জেরেই চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে রাজ্যজুড়ে (West Bengal) বাড়বে বৃষ্টির পরিমাণ।
ভ্যাকসিন-হয়রানির (Corona Vaccine) অভিযোগ ঘিরে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) সবংয়ে (Sabang) ক্ষোভ। সবং গ্রামীণ হাসপাতালে রাত থেকে লম্বা লাইন। কেউ মশারি টাঙিয়ে হাসপাতালেই শুয়ে পড়েছেন। কেউ আবার রাত কাটিয়েছেন গাছের নীচে। টিকা পাওয়ার আশায় শিকেয় দূরত্ব বিধি। অভিযোগ, পর্যাপ্ত ভ্যাকসিন থাকা সত্ত্বেও বারবার ঘোরানো হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।