US Election 2024: ফের প্রত্য়াবর্তন ট্রাম্পের, পারলেন না কমলা হ্যারিস | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফের মার্কিন মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প । এখনও পর্যন্ত ২২৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন কমলা হ্যারিস । ৭টি সুইং স্টেটের মধ্যে ৬টিতেই জয়ী ট্রাম্প । টেক্সাস, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহিও, নর্থ ও সাউথ ক্যারোলিনা দখল রিপাবলিকানদের । ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, কানেক্টিকাট, কলোরাডো, ওরেগান দখল করেছে ডেমোক্র্যাটরা । হাউস অফ রিপ্রেসেন্টেটিভসের লড়াইয়েও এগিয়ে রিপাবলিকানরা
আরও খবর...
প্রকাশ্য প্রচারসভায় যখন কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি, সেই সময়ই জয়ের ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন অনেকে। বুধবার দুপুর পর্যন্ত গণনা যতদূর এগিয়েছে, তাতে স্পষ্ট যে, দ্বিতীয় বার আমেরিকার হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ঘটতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের। আর সেনেট ইতিমধ্যেই রিপাবলিকান্স পার্টির দখলে চলে গিয়েছে। হাউজ অফ রিপ্রেজেন্টেটেভিস-এও এগিয়ে রয়েছে তারা। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস মোট আসনের নিরিখে এখনও ২২৬-এ আটকে। সেই নিরিখে ২৬৭, অর্থাৎ ম্যাজিক সংখ্যা ২৭০ ছোঁয়ার পথে ট্রাম্প। আর সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফ্লোরিডা থেকে বিজয়ী ভাষণ দিলেন ট্রাম্প। সেখানে ফের আমেরিকাকে শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। (Donald Trump Speech)