Investors Wealth Loss: 'ব্ল্যাক মানডে'-র সাক্ষী থাকল দালাল স্ট্রিট, একদিনে ক্ষতি ৭ লাখ কোটি টাকা !
Share Market: ফের Black Monday-র সাক্ষী থাকল ভারতীয় শেয়ার বাজার। সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই 'রক্তাক্ত হল' ইন্ডিয়ান স্টক মার্কেট।
Share Market: ফের Black Monday-র সাক্ষী থাকল ভারতীয় শেয়ার বাজার। সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই 'রক্তাক্ত হল' ইন্ডিয়ান স্টক মার্কেট। আমেরিকা-সহ ইউরোপীয় দেশগুলির মন্দায় যাওয়ার আশঙ্কা থেকেই ধরাশায়ী হল ভারতের শেয়ার বাজার। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ক্রমাগত মুনাফা বুক করে চলায় এদিন মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক ১০০০ পয়েন্ট ও নিফটি ৩৫০ পয়েন্ট কমে গেছে। যে কারণে বিনিয়োগকারীদের সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সম্পদে ৭ লাখ কোটি টাকা পাচার হয়েছে।
Stock Market: ৪ দিনে ১৪ লাখ কোটি টাকার ক্ষতি !
শুক্রবার মুম্বই স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ২৭৬.৬৫ লক্ষ কোটি টাকা। যা সোমবার লেনদেন শুরুর কয়েক ঘণ্টার মধ্যে ২৬৯.86 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। অর্থাৎ প্রায় ৭ লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। ২০ সেপ্টেম্বর শেষবারের মতো বাজার দ্রুত গতিতে বন্ধ হয়েছিল। সেই দিন মার্কেট ক্যাপ ছিল ২৮৩.৩২ লক্ষ কোটি টাকা। যার অর্থ, বিনিয়োগকারীরা মাত্র চারটি ট্রেডিং সেশনে ১৩.৫০ লক্ষ কোটি টাকা হারিয়েছে।
শুক্রবার দেড় শতাংশের বেশি পতন দেখা গিয়েছিল মার্কিন শেয়ার বাজারে। যার মারাত্মক প্রভাব পড়ল দেশের শেয়ার বাজারে। গ্যাপ ডাউনে খুলেছে নিফটি , সেনসেক্স। শুরুতেই প্রায় ১.৩৪ শতাংশ পড়ে গিয়েছে নিফটি। একই অবস্থা বম্ব স্টক একচেঞ্জের।
Share Market: প্রি- ওপেনিংয়ে কততে থামে বাজার ?
এদিন সকালে প্রায় দেড় শতাংশ পতনের পর -৯৯ শতাংশে এসে থামে নিফটির সূচক। পরে অবশ্য সবার জন্য বাজার খুললে আরও পড়ে নিফটি,সেনসেক্স। সাড়ে ৯টার আগেই প্রায় দেড় শতাংশ কমে যায় নিফটি ও সেনসেক্সের সূচক।
Stock Market: কীভাবে খোলে বাজার
আজকের ট্রেডিংয়ে BSE 30-শেয়ার সূচক সেনসেক্স 573.89 পয়েন্ট বা 0.99 শতাংশ পতনের সঙ্গে 57,525 এ খুলেছে । সেই ক্ষেত্রে NSE সেনসেক্স 171.05 পয়েন্ট বা 0.99 শতাংশ পতনের সঙ্গে 17,156 ট্রেড শুরু করেছে।
Share Market: শেয়ারবাজার বিশেষজ্ঞরা কী বলছেন ?
রবি সিং, ভাইস প্রেসিডেন্ট, হেড অফ রিসার্চ, শেয়ার ইন্ডিয়ার মতে, আজ বাজারের জন্য নিফটি ১৭২০০-১৭২৫০ স্তরে খোলার আশা করেছিল বিনিয়োগকারীরা। তবে বাজার ১৭১০০-১৭৪০০ রেঞ্জে ট্রেড করতে পারে৷ আজকের ফার্মা, এফএমসিজি, আইটি, মেটাল, অটো ও স্মল ক্যাপ সেক্টরে গতি দেখা যেতে পারে। অন্যদিকে, দুর্বল খাতের কথা বললে, PSU ব্যাঙ্ক, মিডিয়া, রিয়েলটি, ব্যাঙ্ক, এনার্জি, ফিনান্সিয়াল সার্ভিসেস ও মিডক্যাপ স্টকগুলিতে নিম্নমুখী প্রবণতা দেখা যেতে পারে।