(Source: Poll of Polls)
Budget 2023 : আন্তর্জাতিক ক্ষেত্রে কাজের জন্য যুবাদের প্রশিক্ষণে বড় বরাদ্দ, তৈরি হচ্ছে ৩০ প্রশিক্ষণ কেন্দ্র
Pradhan Mantri Kaushal Vikas Yojana : নির্মলার ঘোষণা, 'আন্তর্জাতিক সুযোগের জন্য তরুণদের দক্ষ করার জন্য, বিভিন্ন রাজ্যে ৩০ টি স্কিল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টার স্থাপন করা হবে। '
নয়াদিল্লি : ২০২৪ এর ভোট পাখির চোখ। তার আগে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বাজেটের শুরুতেই অর্থমন্ত্রী বলেন, আজাদির অমৃতকালের প্রথম বাজেটে দেশের সামগ্রিক উন্নতির দিকেই খেয়াল রাখা হচ্ছে এই বাজেটে। লক্ষ্য যুবসমাজের উন্নতি। কর্মসংস্থান। সেই কারণে প্রশিক্ষণ দেওয়া। তরুণদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
Pradhan Mantri Kaushal Vikas Yojana 4.0
নির্মলার ঘোষণা, 'আন্তর্জাতিক সুযোগের জন্য তরুণদের দক্ষ করার জন্য, বিভিন্ন রাজ্যে ৩০ টি স্কিল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টার স্থাপন করা হবে। ' আগামী ৩ বছরে লক্ষ লক্ষ যুবাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ৪৭ লক্ষ যুবককে স্টাইপেন্ড দেওয়া হবে। এর জন্য ৪ কোটি ৪০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে।
To skill the youth for international opportunities, 30 Skill India International Centres will be set up across different States: FM Nirmala Sitharaman
— ANI (@ANI) February 1, 2023
বিশ্বের অর্থনৈতিক মন্দার আবহের মাঝেই আশা জাগালেন অর্থমন্ত্রী। মোদি সরকারের অন্য়তম কাণ্ডারী জানালেন, বিশ্বের তুলনায় অর্থনৈতিকভাবে অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত। এখন ভারতকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখছে বিশ্ব। বর্তমানে ৭ শতাংশ রয়েছে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার। জেনে নিন, আর কী কী বিষয়ে জোর দিয়েছেন অর্থমন্ত্রী।
৩৮ হাজার ৮০০ শিক্ষক নিয়োগ, আবাস যোজনায় বাড়ল বরাদ্দ
৩৮ হাজার ৮০০ শিক্ষক নিয়োগ করা হবে মডেল আবাসিক স্কুলের জন্য, যেখানে সাড়ে তিন লক্ষ জনজাতি পড়ুয়া পড়াশোনা করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৭৯ হাজার কোটি টাকা বরাদ্দ। ১ লক্ষ প্রাচীন লিপির ডিজিটালকরণ। শিক্ষকদের নতুন করে প্রশিক্ষণ, জাতীয় ডিজিটাল লাইব্রেরি তৈরি স্বাস্থ্য, শিক্ষা এবং প্রশিক্ষণে জোর। ১৫৭টি নার্সিং কলেজ, চার জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে ২০১৪ সাল থেকে। ওষুধ নিয়ে যাতে নতুন গবেষণা হয়, কেন্দ্র উৎসাহ দেবে। নতুন চিকিৎসা সরঞ্জাম আনা হবে। শিক্ষকদের নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য একাধিক পদক্ষেপ করছি। শিশু এবং কিশোরদের জন্য জাতীয় ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হবে। তাতে উন্নতমানের বই থাকবে। সকলের নাগালের মধ্যে থাকবে। রাজ্যগুলিকে লাইব্রেরি তৈরিতে উৎসাহ। ইংরেজি এবং স্থানীয় ভাষায় বই প্রকাশে জোর।
View this post on Instagram