LPG Cylinder Price Hike: মাসের শুরুতেই বড় ধাক্কা, দাম বাড়ল রান্নার গ্যাসের
Gas Cylinder: অক্টোবরের শুরুতেই বড় ধাক্কা, দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder Price Hike)। আজ তেল কোম্পানিগুলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG Cylinder) দাম ২০৯ টাকা বাড়িয়েছে।
Gas Cylinder: অক্টোবরের শুরুতেই বড় ধাক্কা, দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder Price Hike)। আজ তেল কোম্পানিগুলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG Cylinder) দাম ২০৯ টাকা বাড়িয়েছে। নতুন দরগুলি রবিবার ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে৷ এই বৃদ্ধির পরে দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১৭৩১.৫০ টাকা৷
চার মহানগরে কত হয়েছে গ্যাসের দাম
কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 203.50 টাকা বেড়েছে। এখানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার 1,636.00 টাকার পরিবর্তে 1,839.50 টাকায় পাওয়া যাচ্ছে। মুম্বইতে, 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে 204 টাকা বৃদ্ধি পেয়েছে। এর দাম সিলিন্ডার প্রতি 1,482 টাকা থেকে বেড়ে 1,684 টাকা হয়েছে। যেখানে চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 203 টাকা বেড়েছে। এখানে দাম 1,695 টাকা থেকে বেড়ে 1898 টাকা হয়েছে।
ঘরোয়া গ্যাস সিলিন্ডারের অবস্থা কী ?
মাত্র এক মাস আগে দেশীয় গ্যাস সিলিন্ডারের দাম 200 টাকা কমিয়েছিল সরকার। এর পর 1 অক্টোবর থেকে দেশীয় এলপিজির দামে কোনও পরিবর্তন হয়নি। চার মহানগরের মধ্যে একটি 14.20 কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার দিল্লিতে 903 টাকা, কলকাতায় 929 টাকা, মুম্বাইতে 902.50 টাকা এবং চেন্নাইতে 918.50 টাকায় পাওয়া যাচ্ছে।
গত মাসে কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম
2023 সালের সেপ্টেম্বরে তেল কোম্পানিগুলি গার্হস্থ্য এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছিল। গত মাসে, 19 কেজি সিলিন্ডারের দাম কমিয়ে 158 টাকা করা হয়েছিল। এর পরে রাজধানী দিল্লিতে এর দাম 1,522 টাকায় পৌঁছেছিল। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রভাব হতে পারে হোটেল রেস্তোরাঁয়। এখানে খাওয়া-দাওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। কারণ শুধুমাত্র হোটেল রেস্তোরাঁয় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়।
নোট বাতিলের ঘোষণা হয়েছিল আগেই। তার পরও ২০০০ টাকার নোটের ব্যবহার বৈধ রাখা হয়ে ছিল। নোট বদলে নিতে সময় দেওয়া হয়েছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এবার সেই সময়সীমা আরও বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI). আগামী ৭ অক্টোবর পর্যন্তজ ২০০০ টাকার নোট বদলে নেওয়া যাবে বলে জানাল তারা। শনিবার সেই ঘোষণা করা হল RBI-এর তরফে।
শনিবার নোট বদলে নেওয়ার বর্ধিত সময়সীমার ঘোষণা করল RBI. জানাল, ৭ অক্টোবর পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে নোট বদলে নেওয়া যাবে। ৮ অক্টোবর থেকে আর গৃহীত হবে না ২০০০ টাকার নোট। অর্থাৎ আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোটে লেনদেন বৈধ থাকবে। RBI-এর ১৯টি দফতরে গিয়ে নোট পাল্টে নেওয়া যাবে। ডাকযোগে RBI-এর দফতরে পাঠিয়েও পুরনো নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ।
আরও পড়ুন Small Savings Scheme: স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ল , এই স্কিম নিয়ে হতাশ করল সরকার