Multibagger Stock: ৪ বছরেই ৬৪০০ শতাংশ রিটার্ন এই পেনিস্টকে, আরও বাড়বে দাম ?
Multibagger Penny Stock: ২০২০ সালের জুলাই মাসে এই স্টকের দাম ছিল ০.৩৮ টাকা। অর্থাৎ দাম ছিল এক টাকারও কম। এখন ২০২৪ সালের জুলাই মাসে এই স্টকের দাম পৌঁছেছে ২৪.৭২ টাকা।
Penny Stock: শেয়ার বাজারে এমন অনেক স্টকের সন্ধান পান বিনিয়োগকারীরা, যেগুলিতে অনেক কম সময়ের মধ্যেই বিপুল অঙ্কের মুনাফা এনে দেয়। তবে কিছু স্টকের দাম অনেক কম হলেও সেই কম দামের স্টকে দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিপুল মুনাফা (Multibagger Stock) করেন বিনিয়োগকারীরা। এগুলিকেই বলে মাল্টিব্যাগার স্টক। কিছু কিছু পেনিস্টকও (Penny Stock) এমন মাল্টিব্যাগার রিটার্ন এনে দিতে পারে। এর মধ্যেই অন্যতম হল লরেঞ্জিনি অ্যাপারেলস (Lorenzini Apparels)। এই পেনিস্টক বিগত ৪ বছরের মধ্যে বিপুল মুনাফা এনে দিয়েছে বিনিয়োগকারীদের। আপনার কেনা ছিল এই পেনিস্টক ?
২০২০ সালের জুলাই মাসে এই স্টকের দাম ছিল ০.৩৮ টাকা। অর্থাৎ দাম ছিল এক টাকারও কম। এখন ২০২৪ সালের জুলাই মাসে এই স্টকের দাম পৌঁছেছে ২৪.৭২ টাকা। পেনিস্টক সেগমেন্টে থাকলেও এই শেয়ারের নিষ্ঠাপূর্ণ বৃদ্ধি একে আলাদা একটা সম্মান এনে দিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। ক্রমান্বয়ে দাম বেড়ে গিয়েছে এই স্টকের।
এছাড়াও বিগত ৩ বছরের হিসেব দেখলে দেখা যাবে ২০২১ সালের জুলাই মাসে এই স্টকের দাম যেখানে ছিল ০.৪৫ টাকাম সেখান থেকে এখন ২০২৪ সালের জুলাই মাসে ২৪.৭২ টাকায় এসেছে এই স্টকের দাম। অর্থাৎ মোট ৫৪১৫ শতাংশ রিটার্ন পাবেন এই স্টকে। গত বছর এই স্টকের দামে বিনিয়োগকারীরা ৯১ শতাংশ রিটার্ন পেয়েছেন। আর ২০২৪ সালের শুরু থেকে আজকের দিন পর্যন্ত এই স্টকে রিটার্ন এসেছে ৬০ শতাংশ। এই বছর ৭ মাসের মধ্যে ৩ মাসে ইতিবাচক রিটার্ন দিয়েছে। ৪ মাস টানা ক্ষতির পর এই স্টকের দাম ১১ শতাংশ বেড়ে গিয়েছে।
জুন মাসে ৮ শতাংশ, মে মাসে ২ শতাংশ, এপ্রিলে ৭ শতাংশ এবং মার্চ মাসে এই স্টকের দাম কমেছে ১০.৪ শতাংশ। জানুয়ারি মাসে এই স্টকের দাম বেড়েছিল ৬৩ শতাংশ এবং ফেব্রুয়ারি মাসে বেড়েছিল ১৯ শতাংশ। তারপরেই পতন শুরু হয় এই স্টকে।
এখন লরেঞ্জিনি অ্যাপারেলসের শেয়ারের দাম তাঁর সর্বকালীন উচ্চতা ৩৩.০২ টাকা থেকে ২৫ শতাংশ দূরে রয়েছে। এছাড়া এই স্টকের ৫২ সপ্তাহের সর্বকালীন নিম্নস্তর থেকে এই স্টকের দাম ১২৪ শতাংশ বেড়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Reliance Industries: মুকেশ আম্বানি নয়, রিলায়েন্সের সবথেকে বেশি শেয়ার এই আম্বানি-সদস্যের কাছে