RBI Update: ব্যাঙ্কঋণ নেওয়া ২০ উদ্যোগপতির ওপর নজর রাখছে RBI, হিন্ডেনবার্গের রিপোর্টের ফল !
Reserve Bank Of India: হিন্ডেনবার্গ রিপোর্টের পরই বদলে গিয়েছে দেশের আর্থিক পরিস্থিতি। আদানি গোষ্ঠীর স্টকে মারাত্মক পতনের পরই নড়েচড়ে বসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
Reserve Bank Of India: হিন্ডেনবার্গ রিপোর্টের পরই বদলে গিয়েছে দেশের আর্থিক পরিস্থিতি। আদানি গোষ্ঠীর স্টকে মারাত্মক পতনের পরই নড়েচড়ে বসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, দেশের শীর্ষ ২০টি কর্পোরেট হাউসের ওপর নজর রাখছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
RBI Update: হিন্ডেনবার্গ রিপোর্টের পরই এই নজরদারি
গত ২৪ জানুয়ারি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক হিসাবে কারচুপির অভিযোগ আনে শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গ। এই কোম্পানির গবেষণা রিপোর্ট সামনে আসার পরই ধস নামে আদানি গোষ্ঠীর শেয়ারে। রিপোর্টে বলা হয়, ব্যাঙ্কগুলিতে সর্বাধিক বকেয়া ঋণ রয়েছে আদানিদের৷ যা শোধ করতে পারবে না কোম্পানি।
এরপরই ৮৫ শতাংশ স্টকে ধস নামে আদানিদের। যা নিয়ে বিরোধীদের প্রশ্নবাণের মুখে পড়তে হয় মোদি সরকারকে। এবার সেই কারণেই আরবিআই ব্যাঙ্কঋণ নেওয়া ২০ উদ্যোগপতির ওপর নজর রাখছে।
Adani Stock Crash: নতুন করে ঝুঁকি নিতে চাইছে না রিজার্ভ ব্যাঙ্ক
এক সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, আরবিআই ইতিমধ্যেই এই সংস্থাগুলিকে নিয়মিত নজরদারির মধ্য়ে রেখেছে। সেন্ট্রাল রিপোজিটরি অফ ইনফরমেশন অন লার্জ ক্রেডিট (CRILC) এই বিষয়ে কোম্পানিগুলির ওপর কঠোরভাবে নজর রাখছে।
আরবিআই বিশেষ করে এই কর্পোরেটদের মুনাফা, তাদের আর্থিক কর্মক্ষমতা, ইসিবি (বহিরাগত বাণিজ্যিক ঋণ) বা বন্ডের মাধ্যমে বিদেশ থেকে তোলা ঋণের উপর নজর রাখছে। মূলত, ওই সংস্থাগুলি কোনও আর্থিক সঙ্কটে আছে কিনা তা নিশ্চিত করতেই এই করা যায়।
Adani Group Stock: আদানিতে মোট কত বিনিয়োগ করে LIC
এর আগে এলআইসি জানুয়ারিতে জানায়, আদানি গ্রুপ সংস্থাগুলিতে মোট 30,127 হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। 27 জানুয়ারি এলআইসির বিনিয়োগের মূল্য 57,142 হাজার কোটি টাকায় নেমে আসে। যদিও হিন্ডেনবার্গের রিপোর্টের আগে আদানি গ্রুপের শেয়ারে এলআইসির বিনিয়োগের মূল্য হয়ে গিয়েছিল 82 হাজার কোটি টাকা। পরে 27 ফেব্রুয়ারির মধ্যে এই মূল্য 32 হাজার কোটি টাকায় নেমে আসে। আজ যা 39 হাজর কোটি টাকায় ফিরে এসেছে।
কিন্তু ইউএস-ভিত্তিক প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিকিউজি পার্টনারস বৃহস্পতিবার 15,446 কোটি টাকায় একটি ব্লক চুক্তিতে চারটি আদানি গ্রুপের কোম্পানির শেয়ার কিনেছে, যার পরে গ্রুপের শেয়ার দ্রুত বেড়েছে। ইতিমধ্যেই আদানি পরিবার ব্লক চুক্তিতে 21 কোটি শেয়ার বিক্রি করেছে। যার সুফল পাচ্ছেন বিনিয়োগকারীরা।
আরও পড়ুন : Home Buying Plan: বাড়ি কেনার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি, অন্যথায় বিপদ বাড়বে