(Source: ECI/ABP News/ABP Majha)
Nifty Bank: ব্যাঙ্কিং স্টকে বিরাট ধামাকা, ১২০০ পয়েন্ট বেড়ে রেকর্ড উচ্চতায় নিফটি ব্যাঙ্ক- কোন স্টকে বেশি লাভ ?
Share Market: আজ ১২টি ব্যাঙ্কিং স্টকের মধ্যে ১০টি স্টকেই বিপুল মুনাফা হয়েছে। সবুজে ক্লোজিং দিয়েছে এই সব স্টকগুলি। এগুলির মধ্যে সবথেকে বেশি বেড়েছে ICICI Bank-এর শেয়ার।
Nifty Bank Index: আজ সোমবার ব্যাঙ্কিং স্টকগুলিতে এসেছে দুরন্ত গতি। বিরাট কেনাবেচা চলেছে ব্যাঙ্কিং স্টকগুলিতে। ফলে বিপুল হারে বেড়েছে এই সেক্টরের শেয়ারগুলির দাম। আর ব্যাঙ্কিং স্টকগুলিতে লাফের কারণে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক ব্যাঙ্ক নিফটিও (Nifty Bank Index) আজ রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। ১১০০ পয়েন্ট বেড়ে এক ঐতিহাসিক উচ্চতায় দাঁড়িয়ে এখন ব্যাঙ্ক নিফটি। অন্যদিকে নিফটির পিএসইউ ব্যাঙ্ক (Nifty PSU Bank) সূচক তাঁর সর্বকালীন উচ্চতায় দাঁড়িয়ে আছে।
ঐতিহাসিক উচ্চতায় নিফটি ব্যাঙ্ক
আজ ১২টি ব্যাঙ্কিং স্টকের মধ্যে ১০টি স্টকেই বিপুল মুনাফা হয়েছে। সবুজে ক্লোজিং দিয়েছে এই সব স্টকগুলি। এগুলির মধ্যে সবথেকে বেশি বেড়েছে ICICI Bank-এর শেয়ার। নিফটি ব্যাঙ্ক (Nifty Bank Index) আজ ১২৪০ পয়েন্ট বেড়ে হয়েছে ৪৯,৪৫০ পয়েন্ট। মূলত পিএসইউ ব্যাঙ্কের স্টকে লাফের কারণেই নিফটি ব্যাঙ্ক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছায়। আইসিআইসিআই ব্যাঙ্কের স্টকের দাম আজ ৪.৭২ শতাংশ বেড়ে হয় ১১৬০ টাকা। অন্যদিকে AU Small Finance Bank-এর স্টকের দাম ৩.৭৪ শতাংশ বেড়ে যায়। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারের দাম আজ যথাক্রমে ২.৭৯ ও ২.৭১ শতাংশ বেড়ে যায়।
PSU ব্যাঙ্কের সূচকও রেকর্ড উচ্চতায়
আজ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির (Nifty PSU Bank) শেয়ারেও বিপুল মুনাফা হয়েছে। নিফটি পিএসইউ ব্যাঙ্ক সূচক আজ সোমবার ৭৫৮৯ পয়েন্টে উঠে যায়। ২১০ পয়েন্ট বেড়েছে এই শেয়ারের দাম। এখন নিফটি ব্যাঙ্ক ট্রেড করছে ৭৫৫২ পয়েন্টে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে ইন্ডিয়ান ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ক, মহারাষ্ট্র ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্কের শেয়ারের দাম যথাক্রমে ৪.৬৪, ৪.০৩, ৩.৪৭ এবং ৩.৩৩ শতাংশ বেড়েছে।
কেন এত বৃদ্ধি ব্যাঙ্কিং স্টকে
গত সপ্তাহেই এইসমস্ত ব্যাঙ্কিং স্টকগুলির ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক ইত্যাদির ত্রৈমাসিকের ফলাফল দুর্দান্ত এসেছে। এমনকী রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদনে AU Small Finance Bank এবার থেকে সর্বজনীন ব্যাঙ্ক হিসেবে কাজ করবে। ফলে এত আশাবাদী খবরে বাজারে গতি দেখা গিয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Google Layoffs: আরও কম বেতনের কর্মী চাই, বিপুল কর্মী ছাঁটাই গুগলে- এই বিভাগে চাকরি গেল পুরো টিমের