Stock Market News: প্রথমবার ৫৫ হাজার পেরিয়ে রেকর্ড গড়ল সেনসেক্স, টানা উত্থান নিফটিরও
বিশেষজ্ঞরা মনে করছেন, শেয়ার বাজারে এই ঊর্ধ্বগতি এখনই ব্যাহত হওয়ার কোনও ইঙ্গিত নেই। বিশ্ব বাজারেও সহায়ক পরিস্থিতি রয়েছে।
মুম্বই: দেশের শেয়ার বাজারে নয়া রেকর্ড। শুক্রবার সকালে সেনসেক্স প্রথমবার ৫৫ হাজারের সীমা ছাড়িয়ে গিয়েছে। বিএসই-র শেয়ার সূচক দিনের শুরুতে ২২০ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে খোলে। এরসঙ্গেই সেনসেক্স ৫৫ হাজারের সীমা ছাড়িয়ে যায়। সেইসঙ্গে নিফটিও ১৬,৪০০ পয়েন্ট পার করে গিয়েছে। এদিন আইটি কোম্পানিগুলির শেয়ারে কেনাবেচা ভালো হয়েছে।
সেনসেক্সে এম অ্যান্ড এম,এইচডিএফসি, টিসিএস বৃ্দ্ধির অঙ্কের নিরিখে প্রথমসারিতে রয়েছে। অন্যদিকে, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, সান ফার্মাসিউটিক্যাল ও ভারতীয় এয়ারটেলের শেয়ারে নিম্নমুখীতা দেখা গিয়েছে। এইচডিএফসি,আইসিআইসিআই, টিসিএসের শেয়ারেও বৃদ্ধি দেখা গিয়েছে।
৩০-শেয়ার সূচক ২৫৮.৪ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছে গিয়েছে সর্বকালের রেকর্ড ৫৫.১০২.৪২ পয়েন্টে। অন্যদিকে, এনএসই নিফটি ৬৯.৮০ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দিনের প্রাথমিক লেনদেনে রেকর্ড ১৬,৪৩৪.২০ পয়েন্টে পৌঁছে যায়।
১ শতাংশ বেশি বৃদ্ধি সহ এম অ্যান্ড এমের শেয়ার সেনসেক্স প্যাকের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পায়।এরপরেই রয়েছে এল অ্যান্ড টি, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক ও এইচডিএফসি ব্যাঙ্ক। অন্যদিকে, পিছিয়ে রয়েছে টেক মাহিন্দ্রা, সান ফার্মা, পাওয়ার গ্রিড, টাটা স্টিলের মতো সংস্থাগুলির শেয়ার।
এর আগের সেশন সেনসেক্স ৩১৮.০৫ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ বেড়ে ৫৪,৮৪৩.৯৮ পয়েন্টে শেষ হয়েছিল। আগের দিন বাজার বন্ধের সময় নিফটি ৮২.১২ শতাংশ বা ০.২৬ শতাংশ বেড়ে হয়েছিল ১৬.৩২৫.১৫ পয়েন্ট।
বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারী লগ্নির বাজারে বৃহস্পতিবার ২১২.১১ কোটি টাকার শেয়ার বিক্রয় করেছিল। প্রভিশনাল এক্সচেঞ্চ ডেটা সূত্রে এ কথা জানা গিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, শেয়ার বাজারে এই ঊর্ধ্বগতি এখনই ব্যাহত হওয়ার কোনও ইঙ্গিত নেই। বিশ্ব বাজারেও সহায়ক পরিস্থিতি রয়েছে। খুচরো লগ্নিকারীরা উজ্জীবিত এবং আর এই প্রবণতা নিফটিকে সাড়ে ষোল হাজারের পর্যায়ে পৌঁছে দিয়েছে। উচ্চমানের বেসরকারি ব্যাঙ্ক ও প্রথমসারির আইটি কোম্পানিগুলির হাত ধরে এই বৃদ্ধি ঘটছে। মার্কিন শেয়ার বাজারেও বৃদ্ধি দেখা গিয়েছে। গতদিনের শেষে ডাউ অ্যান্ড এসঅ্যান্ডপি ৫০০ রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল।