Bangla Bandh News Live: তৃণমূলের বদলা নয় বদল চাই স্লোগানে কি এবার বদল? জল্পনা বাড়িয়ে হুঙ্কার মমতার
RG Kar Case Nabanna Abhijan : নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। আজ ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক বিজেপির।

Background
কলকাতা : নবান্ন অভিযানে তুলকালাম, আজ বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বন্ধ। সকাল ৬টা থেকে বন্ধ শুরু হয়েছে। অত্যাচারের প্রতিবাদে সফল করুন বন্ধ, আহ্বান বিজেপির। অন্যদিকে, 'কোনও বন্ধ হবে না, খোলা থাকবে সব কিছু', মঙ্গলবারই বিজেপির ডাকা বন্ধ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য সরকার । বন্ধ হবে না, সমাজবিরোধীদের অভিযান, বিজেপির মুখোশ খুলে গেছে, দাবি কুণাল ঘোষের।
নবান্ন অভিযানের পর বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি করেছেন তিনি। তিনি বলেন, 'গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সুপারিশ করুন রাজ্যপাল। ' অন্যদিকে সরব রাজ্যপালও । 'সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ রুখতে রাজ্যের দমনপীড়ন, জাতীয় পতাকার অবমাননা ও দেশের আবেগে আঘাত' নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার সুর রাজ্যপালের গলায়।
এদিকে বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বনধের দিনই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। 'এখন বন্ধ ডাকার পিছনে গভীর অভিসন্ধি' , প্রতিক্রিয়া ব্রাত্য বসুর।
West Bengal News Live Updates: প্রায় ৮ বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কাটল জট
প্রায় ৮ বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কাটল জট
WB News Live Updates: বিজেপির বন্ধ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল শিয়ালদার কোলে মার্কেট এলাকায়
বিজেপির বন্ধ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল শিয়ালদার কোলে মার্কেট এলাকায়। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। দফায় দফায় চলল অশান্তি।























