Malviya On Firhad: 'খুব শীঘ্রই সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে..' ! ফিরহাদের মন্তব্য পোস্ট করে আক্রমণ মালব্যর
Malviya On Firhad On Minority On Bangladesh: ফিরহাদের মন্তব্য পোস্ট করে আক্রমণে মালব্য 'মুসলিমরা বিচারব্যবস্থার উপর ভরসা রাখুক, চান না হাকিম..' !
অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিক, কলকাতা: 'খুব শীঘ্রই সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে', ফিরহাদ হাকিমের মন্তব্য পোস্ট করে আক্রমণে অমিত মালব্য। 'মুসলিমরা বিচারব্যবস্থার উপর ভরসা রাখুক, চান না হাকিম। শরিয়া আইন কায়েমের ইঙ্গিত দিচ্ছেন মেয়র। এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক। কলকাতার বিস্তীর্ণ অঞ্চল ও বস্তি এলাকায় রোহিঙ্গা সহ অনুপ্রবেশকারীদের দাপাদাপি বাড়ছে। হাকিমের মন্তব্য আরও বেশি অবৈধ অনুপ্রবেশে প্রশ্রয় দিচ্ছে। এলাকার জনবিন্যাসের ভারসাম্য নষ্ট হবে।বাঙালিরা খুব শীঘ্রই নিজের রাজ্যে ইসলামিক উগ্রবাদের চালেঞ্জের মুখোমুখি হবে', সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে মন্তব্য অমিত মালব্যর।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম বলেন, 'আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয়, ...তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব।' পাল্টা বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায় বলেন, তোমার স্বপ্ন জীবনে পূরণ হবে না। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে, হবেই। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা এখনও সামনে আসছে। এর মধ্য়ে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিতর্কের আঁচ এসে পড়ল এপারেও।শনিবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে মন্ত্রী ফিরহাদ হাকিমকে এই মন্তব্য় করতে শোনা যাচ্ছে।
ফিরহাদ হাকিম বলেন, 'আমি এমন একটি সম্প্রদায় থেকে, যে সম্প্রদায় বাংলাতে তো ৩৩ শতাংশ, কিন্তু হিন্দুস্তানে মাত্র ১৭ শতাংশ, আমাদের সংখ্যালঘু বলা হয়। আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয়, ...তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব।কিছু হলেই মোমবাতি মিছিল করা হয়। উই ওয়ান্ট জাস্টিস... উই ওয়ান্ট জাস্টিস। আমি বলছি মিছিল করে বিচার চেয়ে কিছু হবে না। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যাতে বিচার চাইতে হবে না, তুমি নিজেই বিচার করবে।'
এই ভিডিও পোস্ট করে বিজেপি নেতা অমিত মালব্য লিখেছেন, ফিরহাদ হাকিম দাবি করেছেন যে,' পশ্চিমবঙ্গ ও দেশের বাকি অংশে দ্রুত মুসলিম সম্প্রদায় সংখ্যাগুরুতে পরিণত হবে।' এদিকে অমিত মালব্য়র পোস্ট করা ভিডিওয়, ফিরহাদ হাকিমের এই মন্তব্য়ের প্রেক্ষিতেই আবার বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায়ের মুখে আবার শোনা গেছে হিন্দুরাষ্ট্রের কথা!
আরও পড়ুন, বিচ্ছেদের পর সম্পর্কই কি কাল হল ? টালিগঞ্জকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে, গ্রেফতার ভগ্নিপতি !
বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায় বলেন, ফিরহাদ হাকিম সত্যিই কি ভারতীয়? উনি কি সংবিধানকে মানেন? উনি কি ভারতবর্ষের লোক? এই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য ইসলামিক দেশ বানানো! ধিক্কার তৃণমূল পার্টিকে আর ফিরহাদ হাকিমকে! তোমার স্বপ্ন জীবনে পূরণ হবে না। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে, হবেই।'বাংলাদেশ ইস্য়ুর আঁচ ইতিমধ্য়েই এসে পড়েছে ভারতে। তাতেই এবার নতুন মাত্রা যোগ করল এই বিতর্ক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।