Calcutta University: অনলাইন নাকি অফলাইন, কীভাবে হবে পরীক্ষা? জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়
CU Exam: আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল অনলাইন নাকি অফলাইন কীভাবে নেওয়া হবে পরীক্ষা।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: সম্প্রতি, রাজ্যজুড়ে সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে অনলাইন পরীক্ষার (Online Exam) দাবি। বাড়িতে বসে, অনলাইনে পরীক্ষা দেওয়ার দাবিতে পড়ুয়াদের একাংশের বিক্ষোভে গত ২৭ মে উত্তাল হয়ে ওঠে কলেজ স্ট্রিট এলাকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) সামনের রাস্তাজুড়ে সারি দিয়ে বসে পড়েন পড়ুয়ারা। সঙ্গে স্লোগান, হাতে প্ল্যাকার্ড। দাবি সেই একই, অফলাইন নয় পরীক্ষা নিতে হবে অনলাইনে। রীতিমতো বিশ্ববিদ্যালয়ের গেট আটকে রাস্তায় বসে পড়েন পড়ুয়ারা। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল অনলাইন নাকি অফলাইন কীভাবে নেওয়া হবে পরীক্ষা।
অফলাইনেই হবে পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে-
অনলাইন পরীক্ষার (Online Examination) দাবিতে ফের কলকাতা বিশ্ববিদ্যালেয়র (Calcutta University) কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটের সামনে বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়ারা। গতকাল রাত থেকেই শুরু হয় অনশন আন্দোলন (Hunger Strike)। পরীক্ষা অফলাইন (Offline) না অনলাইনে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠক হল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের। তার আগেই শুরু হয় পড়ুয়াদের অনলাইনের দাবিতে বিক্ষোভ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যে অনলাইন নয়, অফলাইনেই (Offline Exam) হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হল এমনটাই। সিইউ-র পক্ষ থেকে অধ্যক্ষদের উদ্দেশে নির্দেশ দেওয়া হয়েছে যে, কলেজে সিলেবাস শেষ না হলে নিতে হবে স্পেশাল ক্লাস।
আরও পড়ুন - Bratya Basu: মেধাতালিকায় ব্রাত্য বসু, কী বললেন মন্ত্রী ব্রাত্য বসু?
জানা গিয়েছে, এদিন বিকেল চারটে নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে বসে। এর আগে মে মাসের ২০ তারিখও বৈঠক হয়েছিল। ২৭ মে ফের বৈঠক হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত সমস্ত যত কলেজ রয়েছে, তাদের সবাইকে জানিয়ে দেওয়া হয় যে, আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই চূড়ান্ত সিদ্ধান্তই আজ জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের যে পরীক্ষা হয়, সমস্ত পরীক্ষাই অফলাইনে হবে। যে দাবি পড়ুয়ারা জানাচ্ছিলেন এবং যে বিক্ষোভ চলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে, সেখানে শতাধিক পড়ুয়া বিক্ষোভে বসেছিলেন। চলছিল অনশনও। তাঁদের দাবি ছিল পরীক্ষা অনলাইনেই নিতে হবে। সেই দাবির সপক্ষে তাঁদের যুক্তি ছিল, একাধিক বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই কলকাতা বিশ্ববিদ্যালয়েতেও অনলাইনে পরীক্ষা চাইছিলেন পড়ুয়ারা। তাঁদের আরও দাবি ছিল যে, অতি স্বল্প সময়ে সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়া হচ্ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়েই তাঁরা অনলাইনে পরীক্ষার দাবি জানাচ্ছিলেন। কিন্তু পড়ুয়াদের সেই দাবি খারিজ করে অফলাইনে পরীক্ষার কথা জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। পাশাপাশি অধ্যক্ষদের উদ্দেশেও নানা নির্দেশ দিল কলকাতা বিশ্ববিদ্যালয়।
Education Loan Information:
Calculate Education Loan EMI