Cyclone Asani Updates : আর কিন্তু বেশি দূরে নেই অশনি, কীভাবে কোন পথে এগোচ্ছে ঝড়
সমুদ্রে ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে এগোচ্ছে অশনি। কাল রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগোবে অশনি। তারপর তার দিক পরিবর্তনের সম্ভাবনা।
Cyclone Asani Updates : অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলের দিকে এগোচ্ছে অশনি। ঝড়ের অভিমুখ আপাতত উত্তর-পশ্চিমে। পরে গতিপথ পাল্টে আসতে পারে ওড়িশার দিকে।
সাইক্লোনের এখনকার অবস্থান
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনি’। মৌসম ভবন সূত্রে খবর, সোমবার দুপুরে ‘অশনি’র অবস্থান অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে ৫০০ কিলোমিটার আর পুরী থেকে ৬৫০ কিলোমিটার দূরে। সমুদ্রে ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে এগোচ্ছে অশনি। রবিবার রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগোবে অশনি। তারপর তার দিক পরিবর্তনের সম্ভাবনা।
আরও পড়ুন :
‘অশনি’ এখন শক্তিশালী ঘূর্ণিঝড়, কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ, শুরু তুমুল বৃষ্টি
সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি
‘অশনি’র পরোক্ষ প্রভাবে সোমবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-হাওড়া-দুই ২৪ পরগনা-পূর্ব মেদিনীপুর ছাড়াও, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অশনির প্রভাবে কাল থেকে ওড়িশার বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি। ওড়িশা উপকূলে হাওয়ার বেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার।
কলকাতায় কী ব্যবস্থা
বাংলায় তার সরাসরি প্রভাব পড়ার সম্ভবনা না থাকলেও যে কোনও পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন। কলকাতা পুরসভার কমিশনার নোটিস দিয়ে জানিয়েছেন, আলো, নিকাশি, উদ্যান, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে। কলকাতা পুরসভার ১৬টি বরোর দায়িত্ব ১৩ জন মেয়র পারিষদের হাতে ভাগ করে দিয়েছেন মেয়র।
Severe Cyclonic Storm Asani is about 450 km southeast of Visakhapatnam (Andhra Pradesh) at 1130 IST of 9th May. It is very likely to move northwestwards till 10th May. Thereafter recurve N-NE wards. It is likely to weaken gradually into a Cyclonic Storm during next 36 hours.
— India Meteorological Department (@Indiametdept) May 9, 2022