Cyclone Remal Updates: আছড়ে পড়ল রেমাল, ক্রমশ বাড়ছে ঝড়-বৃষ্টির দাপট, উত্তাল সমুদ্র
Cyclone Remal Alert: কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি। এখন ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার ।
কলকাতা: আছড়ে পড়ল রেমাল (Cyclone Remal)। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি (Heavy Rain)। এখন ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার ।
রেমালের প্রভাবে কলকাতা (Kolkata)-সহ জেলায় জেলায় বৃষ্টি। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। পঃ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কাল দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কাল কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কাল বীরভূম, দুই দিনাজপুর, মালদায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কাল জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কাল দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন, রুদ্রমূর্তি ধারণ করছে ঘূর্ণিঝড় রেমাল, ঝড়ের কতটা প্রভাব পড়তে চলেছে কলকাতায়?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে এও বলা হয়েছে, ল্যান্ডফলের পর ঝড়ের প্রাবল্য আরও বাড়তে পারে। আবহবিদরা জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত এই ঝড়-বৃষ্টি চলবে।
কলকাতার পাশাপাশি উপকূলে এই ঝড়ের তীব্রতা আরও বেশি। ফুঁসছে সমুদ্র, উথালপাথাল নদীও। উত্তাল নদীর স্রোতে ধুয়ে যাচ্ছে পাড়ের মাটি। ক্রমশ ভাঙছে নদীবাঁধ।
এদিকে, ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিয়েছে কলকাতা পুরসভা ও লালবাজার। প্রতি মুহূর্তের পরিস্থিতির ওপর নজর রাখতে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম। কলকাতা পুরসভার তরফে প্রস্তুত রাখা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগ, বিল্ডিং বিভাগ সহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে।
অন্যদিকে, ঘূর্ণিঝড় রেমাল আসার আগেই সতর্কতা জারি করেছিল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। কোথাও বিদ্যুৎ বিপর্যয় হলে ফোন করে জানানো যাবে অভিযোগ। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কন্ট্রোল রুমের নম্বর হল 89007-93503, 89007-93504 ও 19121.
এছাড়াও কন্ট্রোলরুম খুলছে রাজভবন। কন্ট্রোলরুমের নম্বর ০৩৩ ২২০০ ১৬৪১। আট সদস্যের ইমার্জেন্সি মেডিক্যাল টাক্স ফোর্স গঠন করেছে রাজভবন। রাজভবনে প্রয়োজনে সাধারণের জন্য আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করা যেত পারে, রাজভবন সূত্রে খবর।
অন্যদিকে, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য সরকারগুলিকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলা ও ওড়িশায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে এনডিআরএফকে। প্রয়োজনে এনডিআরএফকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে