NEET UG 2024: 'কোনও দুর্নীতি হয়নি, বেনিয়ম হলে দোষীদের ছাড়া হবে না' বার্তা শিক্ষামন্ত্রীর
Central Education Minister: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বার্তা, কোথাও দুর্নীতি হয়নি। পড়ুয়াদের পাশে আছে সরকার। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, যদি কেউ দোষ করে থাকে তাহলে শাস্তি দেওয়া হব।
কলকাতা: নিটে (NEET) দুর্নীতির অভিযোগে তোলপাড় দেশ। এরই মধ্যে দুই বিকল্পের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন কোথাও কোনও দুর্নীতি হয়নি। তবে পাশাপাশি কড়া বার্তা দিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেছেন দোষীদের কোনওভাবেই ছাড়া হবে না।
নিট বিতর্কে কী প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর?
এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বার্তা দিয়েছেন, কোথাও দুর্নীতি হয়নি। পড়ুয়াদের পাশে আছে সরকার। বেনিয়ম হয়ে থাকলে দোষীদের ছাড়া হবে না। ধর্মেন্দ্র প্রধান বলেন, "২৪ লক্ষ ছাত্র পরীক্ষায় বসেছিল। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা মাত্র সাড়ে ১৫০০ ছাত্রকে নিয়ে। সরকার প্রমাণ সহ চেষ্টা করছে সন্তোষজনক উত্তর দেওয়ার। যে কয়েকটি অভিযোগ উঠে এসেছে সেগুলিকে সরকার গুরুত্ব দিয়ে দেখছে এবং বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। যে ঘটনা আমাদের সামনে এসেছে তাতে দোষীদের শাস্তি হবে।''
ডাক্তারিতে ভর্তির অভিন্ন প্রবেশিকা NEET-এর ফল ঘোষণার পরই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। জল গড়িয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত। গ্রেস নম্বর পাওয়া ১ হাজার ৫৬৩ জনের পরীক্ষা বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। ২৩ জুন ওই সব পরীক্ষার্থী ফের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে NTA. ৩০ জুন প্রকাশিত হবে ফল। পরীক্ষা না দিলে বাতিল হবে গ্রেস নম্বর।
চলতি বছর সাড়ে ৪ হাজার কেন্দ্রে নিট পরীক্ষার আয়োজন করা হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। যার মধ্যে দেশের বাইরেও রয়েছে পরীক্ষা কেন্দ্র। ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, "মোট ১৩টি ভাষায় হয়েছে পরীক্ষা। একইসঙ্গে অন্যান্য অনেক প্রবেশিকার মতোই এক্ষেত্রেও তৈরি করা হয়ে থাকে দুটো প্রশ্ন পত্র। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয়, A অথবা B, কোন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। সাড়ে ৪ হাজার কেন্দ্রের মধ্যে ৬ নম্বর কেন্দ্রে ভুল প্রশ্নের সেট বিলি করা হয়। পরীক্ষা শুরুর সময়ই ওই প্রশ্নপত্র নিয়ে সঠিক প্রশ্নপত্র বিলি করা হয়। তাতে বেশ কিছুটা সময় অপচয় হয়। ১৫৬৩ পড়ুয়া ওই কেন্দ্রে ছিল। তাঁদের মনে হয়েছে এই সময়ের অপচয় আসলে তাদের জন্য ঠিক নয়। এই সংক্রান্ত মামলায় আজ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Recruitment Scam: নতুন এজেন্টদের হদিশ, অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদে নয়া তথ্য