Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো যাত্রা'র অংশ, বাংলায় শেষ হল কংগ্রেসের পদযাত্রা
Congress Rally: রাহুল গাঁধীর 'ভারত জোড়ো যাত্রা'র অংশ হিসাবে, এ-রাজ্যেও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যে পদযাত্রা শুরু করেছিল, তা সোমবার শেষ হল কার্শিয়ঙে।
![Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো যাত্রা'র অংশ, বাংলায় শেষ হল কংগ্রেসের পদযাত্রা Part of the 'Bharat Joro Yatra', Congress march ends in Bengal Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো যাত্রা'র অংশ, বাংলায় শেষ হল কংগ্রেসের পদযাত্রা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/23/e898e0f281643759aee6faa8ffe99620167449107748051_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
উজ্জ্বল মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও সন্দীপ সরকার, কলকাতা: রাহুল গাঁধীর 'ভারত জোড়ো যাত্রা'র অংশ হিসাবে, বাংলায় কংগ্রেসের পদযাত্রা আজ শেষ হল কার্শিয়ঙে। সেখানেই, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল এবং বিজেপিও।
বাংলায় কংগ্রেসের পদযাত্রা শেষ: সাগরের সঙ্গে পাহাড়কে মেলাল কংগ্রেস। রাহুল গাঁধীর 'ভারত জোড়ো যাত্রা'র অংশ হিসাবে, এ-রাজ্যেও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যে পদযাত্রা শুরু করেছিল, তা সোমবার শেষ হল কার্শিয়ঙে। অধীর চৌধুরীর নেতৃত্বে ২৭ দিন ধরে, দীর্ঘ এই ৮০০ কিলোমিটার পথ হাঁটল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “আমরা মনে, মানুষ সমর্থন করছেন। মানুষ এগিয়ে আসছেন।’’
এদিনের সমাপ্তি অনুষ্ঠান অবশ্য় ছিল, একেবারেই সাদামাটা। পাহাড় ভেঙে পদযাত্রীরা পৌঁছনোর আগেই শেষ হয় সমাপ্তি অনুষ্ঠান। এদিন, পাহাড়ের মাটিতে দাঁড়িয়ে ফের একবার তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। এদিন তিনি বলেন, পাহাড়ের মানুষকে কখনও গোর্খাল্যান্ড বলে, প্রলোভন দেখিয়েছে তৃণমূল-বিজেপি, তারা পাহাড়ের মানুষের কোনও উপকার করেনি।সমাপ্তি অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন অধীর চৌধুরী। চিঠি দিয়ে, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা’র সাফল্য কামনা করে, আগাম কর্মসূচি থাকায় উপস্থিত না থাকার কথা জানান, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
রাহুল গাঁধীর ভারত জোড়ো যাত্রা: দেশজুড়ে সাম্প্রদায়িক বিভাজন রুখতে গত বছরের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেন রাহুল গাঁধী। বিজেপি বিরোধী একাধিক দল রাহুল গান্ধীর পদযাত্রায় পা মেলালেও তৃণমূলকে সেখানে দেখা যায়নি। তৃণমূল সাংসদ (TMC MP) শত্রুঘ্ন সিন্হা রাহুল গান্ধী এবং ভারত জোড়ো যাত্রার ভূয়সী প্রশংসা করলেও, সৌগত রায় স্পষ্টই বুঝিয়ে দেন, এক্ষেত্রে দলের অবস্থান ভিন্ন।
আরও পড়ুন: Bhangar Clash: ভিডিও ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত, ভাঙড়কাণ্ডে গ্রেফতার আরও ৩ ISF কর্মী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)