West Bengal News LIVE Updates: পরপর দুর্ঘটনা, আসানসোলে ফের কুম্ভের পথে হুড়োহুড়ি ! ভিড় সামলাতে হিমশিম পুলিশ-আরপিএফ
WB News LIVE Updates: জেলা থেকে রাজ্য সব খবরের আপডেট দেখুন...
LIVE

Background
West Bengal News: পরপর দুর্ঘটনা, আসানসোলে ফের কুম্ভের পথে হুড়োহুড়ি ! ভিড় সামলাতে হিমশিম পুলিশ-আরপিএফ
পরপর দুর্ঘটনা, আসানসোলে ফের কুম্ভের পথে হুড়োহুড়ি ! আসানসোল-আমদাবাদ সাপ্তাহিক ট্রেন ধরতে স্টেশনে হুড়োহুড়ি ! যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি, ভিড় সামলাতে হিমশিম পুলিশ-আরপিএফ
West Bengal News Live Updates: সাউথ সিটি মলে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী, কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকল শপিং মল
শহরের অভিজাত মলে ডগ স্কোয়ার্ড, বম্ব স্কোয়ার্ড ! আজ বিকেলে সাউথ সিটি মলে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকে শপিং মল। কলকাতা পুলিশের তরফ চলল মক ড্রিল। জঙ্গি নাশকতার ঘটনায় কীভাবে সামাল দেওয়া হবে তার জন্য প্রস্তুতি সারল পুলিশ।
West Bengal News: 'আরও বিচার বিশ্লেষণের প্রয়োজন ছিল', তৃণমূলের সঙ্গে জোট ভাঙা নিয়ে কার্যত আক্ষেপের সুর প্রদেশ কংগ্রেস সভাপতির গলায়
তৃণমূলের সঙ্গে জোট ভাঙা নিয়ে কার্যত আক্ষেপের সুর প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় । 'জোট ভাঙার আগে আরও বিচার বিশ্লেষণের প্রয়োজন ছিল'। 'আরও পর্যালোচনা ও মানুষের রায় নেওয়ার দরকার ছিল'। আক্ষেপের সুর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের।
West Bengal News Live Updates: ফের বিধানসভায় উত্তরবঙ্গকে আলাদা করার দাবি তুললেন বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়
ফের বিধানসভায় উত্তরবঙ্গকে আলাদা করার দাবি তুললেন বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় । 'উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের দাবি, হয় উন্নয়ন করুন না হলে আমাদের আলাদা করে থাকতে দিন।' উত্তরবঙ্গের মানুষ চান আলাদা হোক উত্তরবঙ্গ, দাবি ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক।
West Bengal News: 'প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে' : মুখ্যমন্ত্রী
নিউটাউনে বেসরকারির হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। 'প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে। স্বাস্থ্যে বিপ্লব এনেছে রাজ্য সরকার। প্রায় ৯ কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান। বিভিন্ন জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি হয়েছে। ১১৭টি ন্যায্য় মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে। চোখের চিকিৎসার জন্য চোখের প্রকল্প আছে।' বললেন মুখ্যমন্ত্রী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
