(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live Updates:ভোটের আগেই অশান্ত বাংলা, আসছে কেন্দ্রীয় বাহিনী
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
১) তিন বারের চেষ্টায় অবশেষে সন্দেশখালিতে শুভেন্দু। ধামাখালিতে পুলিশের বাধা, হাইকোর্টের নির্দেশ আসতেই খুলল ব্যারিকেড।
২) ১৪৪ ধারা জারির ৯দিন পরে অবরুদ্ধ সন্দেশখালিতে পা পড়ল বিরোধীদের। শুভেন্দুকে সামনে পেয়েই কান্নায় ভাঙলেন গ্রামবাসীরা।
৩। সন্দেশখালির বাসিন্দাদের সঙ্গে কথা বলার পরেই জেলবন্দি বিকাশের বাড়ি গেলেন শুভেনদু। সোমবার ফের আসার হুঙ্কার।
৪। (শুভেন্দু সট ইউ আর ভায়োলেটিং হাইকোর্ট অর্ডার) হাইকোর্টের স্থগিতাদেশের পরেও সন্দেশখালির একাংশে ফের ১৪৪ ধারা! ধামাখালিতে শুভেন্দু-শঙ্করদের বাধা। হাইকোর্ট থেকে অনুমতি আসতেই ছাড়।
৫। ১৪৪ ধারা জারির যুক্তি দিয়ে বৃন্দাকেও পুলিশের বাধা। পরে অনুমতি পেয়েই সন্দেশখালি গেলেন সিপিএম নেত্রী। ফ্যাশন প্যারেড, কটাক্ষ কুণালের।
৬। ফেরার শেখ শাহজাহান। হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য। সমস্যার মূল হোতাকে সমর্থন করতে পারে না বলে তীব্র ভর্ৎসনা। ১৪৪ ধারা জারির উদ্দেশ্য নিয়েই প্রশ্ন।
৭। ৪৭ দিন ধরে ফেরার শেখ শাহজাহান! বিস্মিত হাইকোর্ট। আদালতেই তলবের ভাবনা। সেদিন থাকবে পুলিশ, সিবিআই, ইডি, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।
৮। বিরোধীদের সামনে পেয়ে ক্ষোভের আগল ভাঙল সন্দেশখালির। শেখ শাহজাহান-বাহিনীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সবই সাজানো, দাবি কুণালের।
৯। সন্দেশখালিকাণ্ডে ভুল বুঝতে পেরেছে পুলিশ। ডিজিপির সঙ্গে বৈঠকের পর দাবি জাতীয় মহিলা কমিশনের। (
১০। সন্দেশখালির ঘটনাকে সামনে রেখে রাষ্ট্রপতি শাসনের দাবি একের পর এক কমিশনের। মুখ খুললেন শুভেন্দু।
১১। ধামাখালিতে শুভেন্দুদের সঙ্গে বচসার সময় খালিস্তানি বলে আইপিএসকে আক্রমণ। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে পদক্ষেপের প্রস্তুতি পুলিশের। প্রমাণ দিন, পাল্টা শুভেন্দু।
১২। কেউ পাগড়ি পরলেই খালিস্তানি?ধামাখালিতে পুলিশের সঙ্গে বিজেপির বচসাকে কেন্দ্র করে আক্রমণে মমতা। প্রমাণ থাকলে দেখান, চ্যালেঞ্জ অগ্নিমিত্রার।
১৩। পুলিশ অফিসারকে খালিস্তানি বলার অভিযোগ ঘিরে তোলপাড় বাংলা। মুখ খুললেন রাহুল গাঁধী। ছড়িয়ে পড়ছে বিজেপির ঘৃণার রাজনীতির বিষ বলে আক্রমণ।
১৪। সন্দেশখালিতে রিপোর্টিং করার সময় গ্রেফতার রিপাবলিক বাংলার রিপোর্টার সন্তু পান। সাংবাদিক গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবিপি আনন্দ।
১৫। তৃণমূলের চাপের মুখে সন্দেশখালির পর এবার চোপড়ায় রাজ্যপাল। কথা বললেন মৃত শিশুদের পরিবারের সঙ্গে। রিপোর্ট দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
১৬। সিবিআইয়ের পর এবার ইডির জালে নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়। কীভাবে ৪০০ কোটির সম্পত্তি? মানি ট্রেলের খোঁজ পেতে চায় কেন্দ্রীয় এজেন্সি।
১৭। ভোটের আগেই রাজ্যসভায় তৃণমূলের নতুন মুখ সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, মমতাবালা ঠাকুর। ফের সাংসদ নাদিমুল। বিনা লড়াইয়ে রাজ্যসভায় বিজেপির শমীক।
১৮। জেলায় জেলায় আধার কার্ড বাতিলের অভিযোগে পাল্টা কার্ড চালু করছে রাজ্য। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর।
১৯। উত্তরপাড়ায় মূর্তি দিয়ে মাথা থেঁতলে, হাত কেটে নৃশংসভাবে খুন! খিদিরপুর থেকে মায়ের সঙ্গে বান্ধবীও গ্রেফতার। সম্পর্কের জটিলতায় খুন, সন্দেহ পুলিশের।
২০। ফের বাবা হলেন বিরাট। এবার পুত্রসন্তানের জন্ম দিলেন অনুষ্কা। ১৫ ফেব্রুয়ারি জন্ম হয় দ্বিতীয় সন্তান আকায়ের। সোশাল মিডিয়ায় জানালেন বিরুষ্কা।
WB News Live Updates: পুরুলিয়ায় আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ উঠল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে
পুরুলিয়ায় আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ উঠল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে
West Bengal News Live: লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর
লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর। এবার এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন এক তৃণমূল কর্মী। যদিও, খুনের অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। দু পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে দাবি পুলিশ সূত্রে।
WB News Live Updates: আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের মামলায় ফের তৎপর ইডি
আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের মামলায় ফের তৎপর ইডি। বুধবার বেনিয়াপুকুর ও কৈখালিতে কিংপিন কুণাল গুপ্তার ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি। কোটি কোটি টাকার প্রতারণায় আর কারা যুক্ত? উত্তর খুঁজছে ইডি।
West Bengal News Live: ভোটের আগেই অশান্ত বাংলা, আসছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই অশান্ত বাংলা, আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কমিশন। বাংলার পরিস্থিতি দেখে, আস্থা অর্জনে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত। ভোটের জন্য ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে আগেই চিঠি কেন্দ্রকে।
WB News Live Updates: এবার সন্দেশখালি যাচ্ছে জাতীয় আদিবাসী কমিশন
এবার সন্দেশখালি যাচ্ছে জাতীয় আদিবাসী কমিশন। রাতেই কলকাতায় এলেন জাতীয় এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান। মুখ্যসচিব, ডিজিপিকে চিঠির মধ্যেই কাল সরেজমিনে পরিদর্শন।