West Bengal News : পার্কিং নিয়ে বিবাদ, বন্ধই হয়ে গেল ক্রিসমাস কার্নিভাল
West Bengal News Live : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর।
LIVE

Background
WB News Live: চৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য করলেন খোদ শিক্ষামন্ত্রী
চৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য করলেন খোদ শিক্ষামন্ত্রী। শ্রীচৈতন্যর সঙ্গে তুলনা করে পূর্বস্থলীর একটি অনুষ্ঠানে ব্রাত্য বসু বলেন, শ্রীচৈতন্য সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও সবাইকে সঙ্গে নিয়ে চলেন। শিক্ষামন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা বিরোধীদের।
WB News Live: আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেস কি সিপিএমের সঙ্গে জোট করবে?
আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেস কি সিপিএমের সঙ্গে জোট করবে? ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশের আগে সে বিষয়ে স্পষ্টতা চাইছে রাজ্যের সিপিএম নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, এই বিষয়ে কংগ্রেসের অবস্থান জানেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
WB News Live: মন্ত্রীর 'হম্বিতম্বি', বন্ধই হয়ে গেল ক্রিসমাস কার্নিভাল
মন্ত্রীর 'হম্বিতম্বি', বন্ধই হয়ে গেল ক্রিসমাস কার্নিভাল। তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব', ৫দিনেই বন্ধ হাওড়ার কার্নিভাল। হাওড়া পুরসভার উদ্যোগে ডুমুরজলায় 'ক্রিসমাস কার্নিভাল'। ২২ ডিসেম্বর কার্নিভালের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ১২দিন ধরে চলার কথা ছিল হাওড়ার এই ক্রিসমাস কার্নিভাল। পুরসভার উদ্যোগে পার্কিংয়ের ব্যবস্থা, 'আপত্তি' ক্রীড়াপ্রতিমন্ত্রীর। বেআইনিভাবে পার্কিংয়ের অভিযোগে মন্ত্রীর ঘনিষ্ঠদের 'তাণ্ডব'। পার্কিং কর্মীদের কাছ থেকে স্লিপ কেড়ে আটকে রাখারও অভিযোগ। এরপরেই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত পুরসভার। অনভিপ্রেত ঘটনা, কার্নিভাল বন্ধ করে প্রতিক্রিয়া হাওড়া পুরসভার প্রশাসকের। পার্কিংয়ের নামে টাকা তোলার অভিযোগ করেও, মেলা বন্ধে মুখে কুলুপ মনোজ তিওয়ারির।
WB News Live: শ্যাম-অর্জুনের সংঘাত মেটাতে সক্রিয় তৃণমূল, যাচ্ছেন সুব্রত বক্সী
শ্যাম-অর্জুনের সংঘাত মেটাতে সক্রিয় তৃণমূল, যাচ্ছেন সুব্রত বক্সী। সাংসদ-বিধায়কের বিরোধ মেটাতে সুব্রত বক্সীকে দায়িত্ব খবর সূত্রের। শনিবার নৈহাটির পার্টি অফিসে সোমনাথ-অর্জুনের সঙ্গে বৈঠক হতে পারে সুব্রত বক্সীর। কোথায় সমস্যা, আলোচনা করে মেটাতে সুব্রত বক্সীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর।
WB News Live: পদ খুইয়ে মধ্যরাতে তাৎপর্যপূর্ণ দাবি অনুপম হাজরার
পদ খুইয়ে মধ্যরাতে তাৎপর্যপূর্ণ দাবি অনুপম হাজরার। পদ থেকে সরাবার ঠিক তিন ঘণ্টার মধ্যেই বার্তা তাঁর। 'কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো', সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপির অনুপমের। '২ দিনের জন্য হিমালয়ে যাচ্ছি, ফিরে যা বলার বলব', প্রতিক্রিয়া অনুপম হাজরার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
