West Bengal News Live: নেতাজির সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা TMC বিধায়কের !
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
LIVE

Background
West Bengal News Live: CBI-এ অনাস্থা, হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা
CBI-এ অনাস্থা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদা।CBI-এর ভূমিকায় প্রশ্ন তুলে তাঁর দাবি, প্রথম চার্জশিটে ২০ জনের উল্লেখ ছিল। পরে তিনি আরও কয়েকজনের নাম বলেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি সিবিআই। ২ অভিযুক্তের জামিনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন করা হলেও সেখানে সিবিআইয়ের আইনজীবী উপস্থিত ছিলেন না বলে অভিযোগ কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকারের। ২০২১ সালে বিধানসভা ভোটের গণনার দিন অর্থাৎ ২ মে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার।
Jalpaiguri News: এবার নিউ জলপাইগুড়িতে গ্রেফতার বাংলাদেশি
এবার নিউ জলপাইগুড়িতে গ্রেফতার বাংলাদেশি। অনুপ্রবেশে সাহায্য়ের অভিযোগে ধৃত আরও ১ দালাল। বাংলাদেশের ঠাকুরগঞ্জে ভারতে অনুপ্রবেশ আতাউর রহমানের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ যাওয়ার পথে ধৃত বাংলাদেশি
TMC MLA On Netaji Mamata: নেতাজির সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা TMC বিধায়কের !
আজ নেতাজির জন্মদিন। সারাদেশ জুড়ে সাড়ম্বড়ে পালিত হচ্ছে উৎসব। এমনই এক দিনে নেতাজি জন্মজয়ন্তীতে সুভাষচন্দ্র বসুর সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করলেন শাসকনেতা সৌমেন মহাপাত্র ! 'মুখ্যমন্ত্রীর যা গুণ রয়েছে, তাতে তিনি বিত্তশালী হতে পারতেন, কিন্তু হননি। নেতাজির মতো মুখ্যমন্ত্রীও জনগণের জন্য আত্মনিবেদন করেছেন', মহিষাদলের অনুষ্ঠানে মন্তব্য তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর।
Rachana Banerjee: চুঁচুড়ার মেলায় স্টল দিলেন রচনা
কিনলেই মিলবে ডিসকাউন্ট। মিলবে উপরি গিফট। চুঁচুড়া মাঠে স্টল দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে আজ থেকে শুরু হল চুঁচুড়া বিধানসভা উৎসব।সেই উৎসবে শাড়ি ও বিউটি প্রডাক্টের স্টল দিলেন রচনা।বললেন, 'যারা কিনবে তারাই ১০ শতাংশ ছাড় পাবেন।এছাড়াও বেশি কেনাকাটার উপর মিলবে আকর্ষণীয় ছাড়,শাড়ি ফ্রি দেওয়া হবে।'
Kunal Compares Suvendu Sukanta: সুকান্ত নবজাতক, শুভেন্দু অভিজ্ঞ : কুণাল ঘোষ
'বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে সুকান্ত মজুমদার নবজাতক। শুভেন্দু অধিকারী সাংগঠনিক কাজ ও প্রশাসনিক দিক থেকে অনেক বেশি অভিজ্ঞ। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলের ছাত্র। বিজেপির রাজনীতিতে সুকান্ত ৪০-৫০ পেলে শুভেন্দু ৭০-৮০ পাওয়ার যোগ্য'। বিজেপিতে শুভেন্দু বনাম সুকান্ত সংঘাত জল্পনার মধ্যেই শুভেন্দুকে সার্টিফিকেট তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
