CBSE: ফের নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ২৯ স্কুলকে শো-কজ নোটিশ দিল সিবিএসই; কোন কোন স্কুল রয়েছে নজরে ?
CBSE Show Cause: সিবিএসই যে তদন্ত চালিয়েছে তাতে দেখা গিয়েছে, কিছু কিছু স্কুল নথিভুক্তিকরণের ক্ষেত্রে কারচুপি করেছে। বেশ কিছু স্কুল এমন কিছু কিছু পড়ুয়াকে ভর্তি করেছে যারা ক্লাসেও আসে না নিয়মিত।

নয়াদিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওরফে সিবিএসই বৃহস্পতিবার ঘোষণা করেছে যে দেশের৪ মোট ২৯টি স্কুলকে এই সংস্থার পক্ষ থেকে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে। অ্যাফিলিয়েশন সংক্রান্ত উপ-আইনগুলি ঠিকমত না মানার কারণে এই শো-কজ নোটিশ (CBSE) পাঠানো হয়েছে স্কুলগুলিকে। ডিসেম্বর মাসে এই স্কুলগুলিতে (CBSE Show Cause) হঠাৎ করেই ইনস্পেকশনে যাওয়া হয়েছিল সিবিএসইর পক্ষ থেকে, আর সেখানেই তদন্তের মাধ্যমে বেশ কিছু গোলযোগ ধরা পড়ে। তার জেরেই এই শো-কজ নোটিশ পাঠানো হয়েছে।
সিবিএসই যে তদন্ত চালিয়েছে তাতে দেখা গিয়েছে যে কিছু কিছু স্কুল নথিভুক্তিকরণের ক্ষেত্রে গোলযোগ বা কারচুপি করেছে। বেশ কিছু স্কুল এমন কিছু কিছু পড়ুয়াকে ভর্তি করেছে যারা ক্লাসেও আসে না নিয়মিত। স্কুলে ভুয়ো পড়ুয়ার নথিভুক্তি রয়েছে, অ্যাকাডেমিক ও পরিকাঠামোগত বেশ কিছু মানদণ্ড পূর্ণ করেনি এই স্কুলগুলি। এই নিয়ম লঙ্ঘনকে গুরুত্ব দিয়ে দেখে সিবিএসই জানিয়েছে এই ২৯টি স্কুলেই (CBSE) বিস্তারিতভাবে তদন্তের প্রতিবেদন পাঠানো হয়েছে, আর ৩০ দিনের মধ্যে এই প্রতিবেদনের উত্তর চাওয়া হয়েছে। আর এই শো-কজের উত্তর না দিলে স্কুলগুলির উপরে কড়া পদক্ষেপ করা হবে বলেই জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
তদন্তের অধীনে থাকা ২৯টি বেসরকারি স্কুলের মধ্যে ১৮টি স্কুলই রয়েছে দিল্লিতে। আর বাকি স্কুলগুলির মধ্যে ৩টি রয়েছে উত্তরপ্রদেশে, আর ২টি করে স্কুল রয়েছে যথাক্রমে কর্ণাটক, বিহার, গুজরাত এবং ছত্তিশগড়ে। গত বছরে সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে যথাক্রমে ২৭টি ও ৩৪টি স্কুলে শো-কজ নোটিশ পাঠিয়েছিল সিবিএসই।
কোন কোন স্কুল রয়েছে এই তালিকায়
দিল্লিতে
জাগৃতি পাবলিক স্কুল, সঙ্গম বিহার
অক্সফোর্ড পাবলিক স্কুল, নেহেরু নগর
জে এন ইন্টারন্যাশনাল স্কুল, ভিল আলি
নভ জৈন দ্বীপ পাবলিক স্কুল, পালাম রোড
এস ডি মেমোরিয়াল বিদ্যামন্দির, দ্বারকা
নবযুগ কনভেন্ট স্কুল, ঝারোদা
সি আর ওয়েসিস কনভেন্ট স্কুল, নাজফগড়
নিউ কৃষ্ণা মডেল পাবলিক স্কুল, রাওতা
সেন্ট্রাল অ্যাকাডেমি ইন্টারন্যাশনাল স্কুল, দ্বারকা
দীনবন্ধু পাবলিক স্কুল
ব্রহ্মশক্তি পাবলিক স্কুল
ইন্দ্রপ্রস্থ কনভেন্ট স্কুল
রিচমন্ড গ্লোবাল স্কুল
গ্লোরিয়াস পাবলিক স্কুল
আকাশ ইন্টারন্যাশনাল স্কুল
হোলি ইন্টারন্যাশনাল স্কুল
হোলি ওয়ার্ল্ড স্কুল, অর্জুন পার্ক
আরও পড়ুন: UGC: পিএইচডির নিয়ম লঙ্ঘনের অভিযোগ, এই ৩ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া-ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপ ইউজিসির
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
