CUET UG: স্নাতকে ভর্তির আবেদন করবেন ? বদলে গেল ওয়েবসাইট; রেজিস্ট্রেশন শুরু কবে ?
CUET UG 2025 New Website: ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই স্নাতকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য। আবেদন করতে হবে নয়া ওয়েবসাইটে।

CUET UG Registration: ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে স্নাতকে ভর্তির জন্য যে কমন ইউনভার্সিটি এন্ট্রান্স টেস্ট নেওয়া হত, তার ওয়েবসাইট বদলে দেওয়া হয়েছে। আগের ওয়েবসাইটে আর কাজ হবে না। এবার থেকে এই নয়া ওয়েবসাইটেই (CUET UG 2025) পড়ুয়াদের আবেদন করতে হবে, করতে হবে রেজিস্ট্রেশন। এই কমন ইউনভার্সিটি এন্ট্রান্স টেস্ট সম্পর্কিত সমস্ত তথ্য জানতে, আবেদন করতে প্রার্থীদের যেতে হবে (CUET UG Registration) এই নতুন ওয়েবসাইটে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই স্নাতকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য। আর এই তারিখ ঘোষণা হলে প্রার্থীরা খুব সহজেই নিজেদের সুবিধেমত এই নতুন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এই বছর কেন্দ্রীয়, রাজ্য, স্বশাসিত এবং ডিমড বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির জন্য পরিচালিত হবে এই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। বছরে একবারই মাত্র আয়োজিত হবে এই পরীক্ষা, আর তা হবে কম্পিউটার ভিত্তিক অর্থাৎ সিবিটি মোডে। এমনটাই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই আবেদনের জন্য নয়া ওয়েবসাইট হল - cuet.nta.nic.in।
গত বছর ২০২৪ সালে ১৫ থেকে ১৮ মে পর্যন্ত পেন-পেপার মোডে পরীক্ষা হয়েছিল আর ২১ থেকে ২৪ মে পর্যন্ত সময়ের মধ্যে এটি অনলাইন মোডে পরিচালিত হয়েছিল। এবার প্রার্থীরা সর্বোচ্চ ৫টি বিষয়ে একবারে পরীক্ষা দিতে পারবেন এবং প্রতিটি বিষয়ের জন্য পরীক্ষার সময়সীমা হবে ১ ঘণ্টা।
CUET UG 2025 পরীক্ষায় বদল
এবার কমন ইউনভার্সিটি এন্ট্রান্স টেস্টে কিছু গুরুত্বপূর্ণ বদল আসতে চলেছে। এই বছর মোট ২৩টি বিষয়ের উপর পরীক্ষা হবে আর তা হবে ১৩টি ভিন্ন ভিন্ন ভাষায়। বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকে ভর্তির জন্য কিছু পুরনো বিষয় বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে এন্ট্রারপ্রিনুয়ারশিপ, টিচিং অ্যাপ্টিটিউড, ফ্যাশন স্টাডিজ, লিগাল স্টাডিজ, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ইত্যাদি বিষয়ে আর পরীক্ষা হবে না।
CUET UG 2025-র বিশ্ববিদ্যালয়ের তালিকা
এবার কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ২০২৫-এ মোট ৪৬টি বিশ্ববিদ্যালয়ের অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মত বড় বড় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: SSC CGL 2024: সিজিএল পরীক্ষার মাধ্যমে নিয়োগের শূন্যপদ বাড়াল স্টাফ সিলেকশন কমিশন, কত নিয়োগ হবে এবার?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
