NEET UG 2024: ফের দিতে হবে নিট, ১৫৬৩ পরীক্ষার্থীর গ্রেস নম্বর বাতিল
NEET UG 2024 Re-Exam: নিট ইউজি ২০২৪-এ যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছে, সেই নম্বর বাতিল করা হল। সেই পরীক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে। আর কী জানাল কেন্দ্র ?
NEET UG Controversy: আজ ১৩ জুন বৃহস্পতিবার কেন্দ্র সরকার শীর্ষ আদালতকে জানাল নিট ইউজি ২০২৪-এ যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছে, সেই নম্বর বাতিল করা হল। সেই পরীক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে এবং সেই পরীক্ষা (NEET UG 2024) হবে আগামী ২৩ জুন। কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, নিট ইউজি পরীক্ষার (NEET UG Controversy 2024) সময় ১৫৬৩ জনেরও বেশি ছাত্র-ছাত্রীকে সময় অপচয়ের ক্ষতিপূরণ হিসেবে যে গ্রেস নম্বর দেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্র সরকার (NEET UG 2024) জানায় যে, এই ১৫৬৩ জন পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আর তাদের প্রাপ্ত নম্বর কোনও গ্রেস নম্বর ছাড়াই গণনা করা হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে যে প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগে জমা পড়া সমস্ত পিটিশন একসঙ্গে ট্যাগ করা হবে এবং আগামী ৮ জুলাই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে।
শীর্ষ আদালত জানিয়েছে যে, এনটিএ কমিটি ১৫৬৩ জন পরীক্ষার্থীর গ্রেস নম্বর বাতিল করবে এবং তাদের পুনরায় পরীক্ষায় বসতে বলা হবে। আর তারা যদি পরীক্ষায় বসতে না চায়, সেক্ষেত্রে তাদের বর্তমান স্কোরকার্ডে গ্রেস নম্বর বাদ দিয়ে নম্বর গণনা হবে।
আগামী ২৩ জুন এই নতুন পরীক্ষাটি দিতে হবে। কাউন্সেলিং শুরু হওয়ার আগেই ১ জুলাইয়ের মধ্যে এই পুনঃপরীক্ষার ফলাফল প্রকাশ পাবে। তবে কেন্দ্র স্পষ্ট করেই জানিয়েছে, যে সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে বিলম্ব হওয়ার কারণে গ্রেস নম্বর দেওয়া হয়েছে, কেবল তারাই এই নতুন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
গ্রেস নম্বর দেওয়া নিয়ে নতুন করে যাতে বিবেচনা করা হয় তাঁর দাবি জানিয়ে পিটিশন করা হয়েছিল পরীক্ষার্থীদের একাংশের তরফে এবং সেই মত এনটিএ একটি কমিটিও গঠন করে। আদালত এই ঘোষণায় অভিযোগকারীদের অবগত করতে বলেছে।
আইনজীবী বালাজি জানিয়েছেন যে নম্বর বাতিল এবং নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যাপারে মহামান্য আদালতের এই ঘোষণায় তিনি সন্তুষ্ট। তবে অন্যদিকে কাউন্সেল সাই দীপক প্রশ্ন তুলেছেন যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে বিলম্ব হওয়া সত্ত্বেও আদালতে অভিযোগ জানাননি তারা কি সুবিচার পাবেন না ? সাই দীপক আদালতে জানিয়েছেন যে সারা দেশের মধ্যে ৬টি এমন পরীক্ষাকেন্দ্র রয়েছে যেখানে এমন বিলম্বের অভিযোগ উঠেছে। এই সমস্ত পরীক্ষাকেন্দ্রের ছাত্র-ছাত্রীদের জন্যেও একটি উইন্ডো খোলা রাখা দরকার, এই মর্মে আবেদন জানিয়েছেন সাই দীপক।
আরও পড়ুন: CBSE Warning: নমুনা প্রশ্নপত্র, সিলেবাস সবই ভুয়ো ! পড়ুয়াদের সতর্ক করে কী পরামর্শ দিল CBSE ?
Education Loan Information:
Calculate Education Loan EMI