Bank Jobs: পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কে ২০০ পদে নিয়োগ, আবেদন করতে হবে এই দিনের মধ্যে
Job News; পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কে এই নিয়োগের মাধ্যমে ২০৩ জন কর্মী নেওয়া হবে। স্পেশালিস্ট অফিসারের পদের জন্য নিয়োগ করা হবে। JMGS-I, MMGS-II, MMGS-III, SMGS-IV গ্রেডের জন্য এই নিয়োগ করা হবে।
![Bank Jobs: পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কে ২০০ পদে নিয়োগ, আবেদন করতে হবে এই দিনের মধ্যে Punjab and Sind Bank Recruitment News for 200 Posts Check Eligibility and Salary Details Bank Jobs: পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কে ২০০ পদে নিয়োগ, আবেদন করতে হবে এই দিনের মধ্যে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/01/1db6a61f734747b57ed2860ac6cf2e121725183975950140_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Recruitment News: ব্যাঙ্কে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনার জন্য সুখবর আছে। পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ক সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া (Job News) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আগ্রহী প্রার্থীদের এই ব্যাঙ্কের (Punjab and Sind Bank Recruitment) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগের সমস্ত তথ্য দেখে আসতে হবে। punjabandsindbank.co.in ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে এই আবেদন।
পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কে এই নিয়োগের মাধ্যমে ২০৩টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। স্পেশালিস্ট অফিসারের পদের জন্য নিয়োগ করা হবে। JMGS-I, MMGS-II, MMGS-III, SMGS-IV গ্রেডের জন্য এই নিয়োগ করা হবে।
আবেদনের ফি কত হবে
যে সমস্ত প্রার্থী এই পদের জন্য আবেদন করবেন তাদের মধ্যে অসংরক্ষিত, ইডব্লিউএস ও ওবিসি ক্যাটাগরির জন্য আবেদনের ফি দিতে হবে ৮৫০ টাকা, এছাড়াও অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদনের ফি দিতে হবে।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
বিভিন্ন ধাপে করা হবে এই প্রার্থী নির্বাচন। প্রথমে হবে লিখিত পরীক্ষা। কম্পিউটার বেসড মোডে নেওয়া হবে এই পরীক্ষা, তারপর এই পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে এবং ব্যক্তিগত ইন্টারভিউ নেওয়া হবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে।
কীভাবে করবেন আবেদন
প্রথমে প্রার্থীদের পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট punjabandsindbank.co.in-তে যেতে হবে।
এই ওয়েবসাইটের 'হোমপেজ'-এ 'রিক্রুটমেন্ট' ট্যাবে ক্লিক করতে হবে প্রার্থীদের।
এরপর ক্যান্ডিডেট সংক্রান্ত যে লিঙ্ক থাকবে তাতে ক্লিক করতে হবে।
এরপর প্রার্থীর রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটে।
আর এই ধাপ সম্পূর্ণ হওয়ার পর সমস্ত লগ ইন তথ্য দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে প্রার্থীকে।
তারপর প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করতে হবে।
আবেদনের ফি জমা করতে হবে এরপর।
এরপর সাবমিট বাটনে চাপ দিতে হবে।
অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এরপরে।
আর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে এই ফর্মের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
আরও পড়ুন: বদলে যাচ্ছে পরীক্ষার ধরন, WBCS-এ আমূল পরিবর্তন; লাভ না ক্ষতি ?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)